Advertisement
Advertisement

Breaking News

প্রেম, নেশা, যৌনতা নিয়ে আসছে মেয়ে ‘দেবদাস’

দেখে নিন ছবির টিজারটি।

Official Teaser of Devi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 5:57 pm
  • Updated:September 17, 2016 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের জটিলতায় বহু কঠিন পরিস্থিতি তৈরি হয় জীবনে। পুরুষ-নারী নির্বিশেষে সেই জটিল সম্পর্কের জালে জর্জরিত হয়ে পড়েন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র দেবদাস পরিবার, প্রেম, বারবণিতার সঙ্গে সম্পর্ক, যন্ত্রণার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন।

দেবদাস হয়তো একা নন, যিনি এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এমন কোনও মহিলারও দেবদাসের মতো জীবন হতে পারে। ভালবেসে নিজেকে নেশায় হারাতে পারেন তিনি। দ্বৈত প্রেম, চুনী বাবুর মতো বন্ধু তাঁরও থাকতে পারে। বাস্তবে হয়তো এমন মানুষের দেখা পেয়েছেন আপনি। কিন্তু এবার সেলুলয়েডেও দেখা মিলতে চলেছে ‘দেবী’র। ঋক বসুর পরিচালনায় এবার পাওলি দামকে দেখা যাবে দেবদাসের ভূমিকায়। প্রেম, যৌনতা, নেশার ভিড়ে হারিয়ে যাওয়ার গল্প নিয়েই আসছে ‘দেবী’।

Advertisement

দেখে নিন ছবির টিজারটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement