সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর পোস্ট! যার জেরে এফআইআর দায়ের হল চিত্র পরিচালক রাম গোপাল ভর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর পুত্র, পুত্রবধূ ও উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে বলিউড চিত্র পরিচালকের বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন টিডিপি নেতা রামালিঙ্গম। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে ছবি পোস্ট করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এর জেরে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাদের পরিবারের সম্মানহানি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পুত্র তথা রাজ্যের মন্ত্রী লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছিবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে। যার জেরে রবিবার রামগোপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনে ওই চিত্র পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
ওয়াইএসআর কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রামগোপাল, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক তিনি। এর আগে ‘লক্ষ্মীর এনটিআর’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন রামগোপাল। গত বছরের শেষদিকে মুক্তি পায় সিনেমাটি। যেখানে তুলে ধরা হয়েছিল, ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যু এবং তার ছেলে ওয়াইএস জগন মোহন রেড্ডি দ্বারা ওয়াইএসআর কংগ্রেস পার্টি গঠনের ঘটনাগুলি। অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভার ভোটের সময় মুক্তি পায় সিনেমাটি। অভিযোগ, এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে ‘খলনায়কের’ ভূমিকায় তুলে ধরা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.