Advertisement
Advertisement
Nusrat Jahan

নুসরতের কোলে ওরাংওটাং! ‘দুজনের ঠোঁট একই রকম’, নেটপাড়ায় তুমুল কটাক্ষ

'রবিবার সবার ভালো কাটুক', এই বার্তা দিয়েই ভিডিও পোস্ট করেছিলেন নুসরত।

Nusrat Jahan trolled after posting video with Orangutan
Published by: Suparna Majumder
  • Posted:April 28, 2024 1:33 pm
  • Updated:April 28, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ জামা পরা ওরাংওটাং। সোজা উঠে পড়েছিল নুসরত জাহানের (Nusrat Jahan) কোলে। আদরে ভরিয়ে দিচ্ছিল নায়িকাকে। ভালোবাসার এই মিষ্টি অত্যাচার বেশ উপভোগ করছিলেন নুসরত। ক্যামেরাবন্দি করে রাখেন মুহূর্তগুলো। তাই ভিডিও হিসেবে পোস্ট করেন সোশাল মিডিয়ায়। আর এতেই তুমুল শোরগোল। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা শুরু হয়ে গিয়েছে।

Nusrat 1
ছবি: ইনস্টাগ্রাম

“রবিবার সবার ভালো কাটুক… কিছু ভালোবাসা আর চুমু পাঠালাম”, ক্যাপশনে এই কথা লিখেই ভিডিওটি শেয়ার করেন নুসরত। কিন্তু নেটিজেনদের মেজাজ ভিন্ন।

Advertisement

“দুজনের ঠোঁটটা তো একই রকম”, “আশ্চর্য মিল দেখা যাচ্ছে দুজনের মধ্যে”, এমন মন্তব্য করা হয়েছে কমেন্টবক্সে। কয়েকজন আবার যশের নাম নিয়েও কটাক্ষ করেছেন। ‘নুসরতের কোলে যশ’, এমন কথাও লেখা হয়েছে।

Nusrat-Post-Reaction Nusrat-Post-Reaction-1

[আরও পড়ুন: মহাদেব বেটিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান]

ব্যঙ্গ, বিদ্রুপ, কটূকথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরত জাহানের। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চর্চা চলতেই থাকে। আবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া কম হয়নি। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক, তুরস্কে মালাবদল, তার পর বিচ্ছেদ নিয়ে বিতর্ক। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়েই হয়নি, বলেছিলেন নুসরত। তাতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই আবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। বাবা হিসেবে যশ দাশগুপ্তর নাম নথিভূক্ত করান তিনি। এখন নুসরত-যশ একসঙ্গেই থাকেন।

Nusrat-Yash

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে বারংবার এই কেন্দ্রে জমা বিতর্কের আগুনে নিজের ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়ান নুসরত। এমনকী, সন্দেশখালি ইস্যুতে সেখানকার মানুষের পাশে না দাঁড়ানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ‘গা বাঁচানো’ অডিও বার্তাই দিয়েই নাকি কর্তব্য সেরেছিলেন বিদায়ী সাংসদ। এমন পরিস্থিতিতেই এবারের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন নুসরত। ভোট প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে না। অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টগুলিতে গরমের ছুটির মেজাজ। যশেরও তাই। অভিনেতা আবার ব্যাঘ্রশাবকের সঙ্গে পোস্ট করেছেন ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

[আরও পড়ুন: সলমনের আরও নিরাপত্তা চাই, কঙ্গনাকে বিঁধে মোদির কাছে বিশেষ আবদার রাখি সাওয়ান্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement