Advertisement
Advertisement

Breaking News

কপিলের ‘অবমাননা’য় প্রতিবাদের পথে নার্সরা

‘দ্য কপিল শর্মা শো’-এর নার্সের ব্যবহার নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন হাসপাতালের নার্সরা৷ কপিলের বিরুদ্ধে অবমাননার অভিযোগও আনতে চলেছেন তাঁরা৷

nurses-to-file-defamation-case-against-the-kapil-sharma-show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 5:38 pm
  • Updated:May 18, 2016 5:43 pm  

কমেডি শো নিয়ে বিতর্ক আকছারই দেখা দেয়৷ কখনও কাউকে নকল করা, কিংবা কখনও কমেডির বিষয় নিয়ে নানারকম বিতর্ক দেখা দেয়৷ ঠিক সেরকমই এক বিতর্কে জড়ালেন কপিল শর্মা৷ তাঁর ‘দ্য কপিল শর্মা শো’-এর নার্সের ব্যবহার নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন হাসপাতালের নার্সরা৷ কপিলের বিরুদ্ধে অবমাননার অভিযোগও আনতে চলেছেন তাঁরা৷

পুরনো শো ছেড়ে নতুন শো শুরু করেও প্রত্যাশিত জনপ্রিয়তা পেয়েছেন কপিল৷ শোয়ের ফর্ম্যাটে যেমন কিছু পরিবর্তন এনেছেন, তেমনই এনেছেন নতুন কিছু চরিত্র৷ সেরকমই এক চরিত্র হল নার্স রোশেল মারিয়া রাও৷ সাজপোশাকে নার্স হলেও কাজকর্মে মোটেও তিনি নার্স নন৷ সম্প্রতি শোয়ে এই নার্সের কাণ্ডকারখানা নিয়েই ক্ষুব্ধ বিভিন্ন হাসপাতালে নার্সরা৷ অমৃতসরের গুরু নানক হাসপাতালের সমবেত হয়ে নার্সরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ কপিলের বিরুদ্ধে অবমাননার অভিযোগও দায়ের করেন তাঁরা৷ শোয়ে উপস্থিত প্রাক্তন ক্রিকেটার সিধুর কথাবার্তা নিয়েও আপত্তি জানায় তারা৷ পাঞ্জাব নার্স অ্যাসোসিয়েশনের পক্ষে রাজ বেদি সমালোচনা করে প্রশ্ন তোলেন, কারও পেশা নিয়ে কীভাবে উনি এরকম ঠাট্টা করতে পারেন৷ অন্য এক নার্স জানান, নার্সিং একটি সম্মানের পেশা৷ তা নিয়ে এভাবে মজা করা সকল নার্সের পক্ষেই অপমানজনক৷  কমেডিতে তাঁদের কোনও আপত্তি নেই৷ কিন্তু যেভাবে তাঁদের পেশাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে এবং সেই ভিত্তিতে আর একজন নার্স হতে চেয়েছেন তা অত্যন্ত দৃষ্টিকটু৷

Advertisement

শো জনপ্রিয় হলেও নার্সদের কাছে আপাতত অপ্রিয়ই হয়ে থাকলেন কপিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement