Advertisement
Advertisement

Breaking News

কপিলের সংসারে আরও বড় ভাঙন, সঙ্গ ছাড়ছেন আলি-চন্দনও!

সুনীলের ঘটনার জেরেই কী কপিল শর্মাকে বয়কট সহ-শিল্পীদের?

Now handan Prabhakar and Ali Asgar to quit Kapil Sharma Show!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2017 9:20 am
  • Updated:June 3, 2019 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের তুলনায় ইদানীং খবরের শিরোনামেই থাকছেন কপিল শর্মা৷ আর তার কারণ খুব একটা সুখকর নয়৷ এমনিতেই তাঁর ও সুনীল গ্রোভারের মধ্যে শব্দযুদ্ধ অব্যাহত৷ এর মধ্যেই গোদের উপর বিষফোড়া আরও দুই তারকার প্রতিবাদ৷ শোনা গিয়েছে, এবার কপিলের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছেন আলি আসগর ও চন্দন প্রভাকরও৷ আর এর জন্য কপিলের ব্যবহারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা৷

[কোহলির হয়ে অজি মিডিয়াকে যোগ্য জবাব দিলেন বিগ বি]

Advertisement

ঘটনার সূত্রপাত সুনীলের কাণ্ডের জেরেই নাকি হয়েছে৷ ফেসবুকে সুনীলের সঙ্গে খারাপ ব্যবহারের কথা স্বীকার অবশ্য করে নিয়েছিলেন কপিল৷ কিন্তু তাতে চিড়ে ভেজেনি৷ বরং বিতর্ক আরও বেড়েছে সুনীলের পাল্টা টুইটে৷ যাতে সুনীল কপিলকে নিজেকে ঈশ্বর না ভাবার পরামর্শ দিয়েছেন৷ আর ভুল ধরিয়ে দিলে মানুষের সঙ্গে পশুর মতো ব্যবহার না করার কথাও বলেছেন তিনি৷

[নিমগাছ থেকে বেরচ্ছে ‘বিয়ার’, হুলস্থুল দিল্লি বিশ্ববিদ্যালয়ে]

এরপরই নাকি বেঁকে বসেন আলি আসগর ও চন্দন প্রভাকরও৷ এই দুই অভিনেতারও একই অভিযোগ রয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে৷ শোনা গিয়েছে, সম্প্রতি ‘নাম শাবানা’ টিম এসেছিল ‘দ্য কপিল শর্মা শো’-এ প্রচারের জন্য৷ সেই এপিসোডে কপিলের সঙ্গে মঞ্চ শেয়ার করতে অস্বীকার করেছেন আলি ও চন্দন৷ অগত্যা কিকু সারদা, সুমনা চক্রবর্তী ও রোশেল রাওকে নিয়েই এপিসোডের শুরুটা শুট করতে হয়েছে কপিলকে৷ পরে এই ড্যামেজ কন্ট্রোল করতে নাকি এহসান কুরেশি, সুনীল পাল, রাজু শ্রীবাস্তবের মতো অভিনেতাকে ফোন করে ডেকে আনতে হয়েছে কপিলের টিমকে৷

[গাড়ির উপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত শিশু-সহ ৭]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement