Advertisement
Advertisement

Breaking News

‘বেবি’র সিক্যুয়েলে অক্ষয়কে রিপ্লেস করলেন এই অভিনেত্রী!

কিন্তু কে তিনি?

Not Akshay Kumar but Tapsee Pannu to play the lead in Baby 2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 4:41 pm
  • Updated:October 27, 2020 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ সিনেমাটি দর্শক এবং সিনে ক্রিটিক উভয়েরই প্রশংসা কুড়িয়েছিল৷ সিনেমায় অক্ষয় কুমারের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল৷ আর ছবির সাফল্যের পরেই পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনেমার সিক্যুয়েল তৈরি করা হবে৷

আর ‘বেবি ২’ ছবিটি তৈরি করা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক৷ আর ছবিতে অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন, সেই বিষয়েও প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

Advertisement

কিন্তু বেবির সিক্যুয়েলে খিলাড়ি কুমারকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবেনা বলে জানা গিয়েছে৷ কিন্তু কে ছবিতে অক্ষয়কে রিপ্লেস করতে পারেন? অক্ষয় এবং নীরজ নাকি ঠিক করেছেন, তাঁদের আগামী প্রজেক্টে কোনও অভিনেতা নন, এক অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করবেন৷ অর্থাৎ সিনেমাতে অক্ষয়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, প্রোটাগনিস্ট হবেন একজন অভিনেত্রী৷

কিন্তু কে তিনি?

19-Taapsee-Pannu

‘বেবি’-তে স্বল্প চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল দক্ষিণী অভিনেত্রী তাপসি পান্নুকে৷ কানাঘুষো শোনা যাচ্ছে, তাপসির কাজে মুগ্ধ হয়েছেন অক্ষয়৷ আর তাই তাঁদের আগামী ছবিতে তাপসিকেই মুখ্য ভূমিকায় রাখতে চাইছেন তিনি৷ সেই বিষয়ে পরিচালককে জানিয়েছেনও তিনি৷

তবে কি একের পর এক বড় প্রজেক্টে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন তাপসি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement