Advertisement
Advertisement

Breaking News

‘বেবি’র সিক্যুয়েলে অক্ষয়কে রিপ্লেস করলেন এই অভিনেত্রী!

কিন্তু কে তিনি?

Not Akshay Kumar but Tapsee Pannu to play the lead in Baby 2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 4:41 pm
  • Updated:October 27, 2020 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ সিনেমাটি দর্শক এবং সিনে ক্রিটিক উভয়েরই প্রশংসা কুড়িয়েছিল৷ সিনেমায় অক্ষয় কুমারের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল৷ আর ছবির সাফল্যের পরেই পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনেমার সিক্যুয়েল তৈরি করা হবে৷

আর ‘বেবি ২’ ছবিটি তৈরি করা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক৷ আর ছবিতে অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন, সেই বিষয়েও প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

Advertisement

কিন্তু বেবির সিক্যুয়েলে খিলাড়ি কুমারকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবেনা বলে জানা গিয়েছে৷ কিন্তু কে ছবিতে অক্ষয়কে রিপ্লেস করতে পারেন? অক্ষয় এবং নীরজ নাকি ঠিক করেছেন, তাঁদের আগামী প্রজেক্টে কোনও অভিনেতা নন, এক অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করবেন৷ অর্থাৎ সিনেমাতে অক্ষয়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, প্রোটাগনিস্ট হবেন একজন অভিনেত্রী৷

কিন্তু কে তিনি?

19-Taapsee-Pannu

‘বেবি’-তে স্বল্প চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল দক্ষিণী অভিনেত্রী তাপসি পান্নুকে৷ কানাঘুষো শোনা যাচ্ছে, তাপসির কাজে মুগ্ধ হয়েছেন অক্ষয়৷ আর তাই তাঁদের আগামী ছবিতে তাপসিকেই মুখ্য ভূমিকায় রাখতে চাইছেন তিনি৷ সেই বিষয়ে পরিচালককে জানিয়েছেনও তিনি৷

তবে কি একের পর এক বড় প্রজেক্টে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন তাপসি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub