Advertisement
Advertisement

বাবার পথে হেঁটে তবে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?

কী বলছেন অভিনেতা?

No one will see me in politics, says Prosenjit
Published by: Sayani Sen
  • Posted:February 21, 2019 5:06 pm
  • Updated:February 21, 2019 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার পথে হেঁটে তবে কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন প্রসেনজিৎ? টলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন৷ সেই জল্পনায় জল ঢাললেন অভিনেতা স্বয়ং৷ সাফ জানিয়ে দিলেন, এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর৷

[বন্ধুত্ব আর পরিচয় খোঁজার গল্প ‘মুখার্জিদার বউ’, মুক্তি পেল ট্রেলার]

প্রসেনজিৎ জানান, ‘‘আর পাঁচজনের মতো আমিও গত সোমবারই জানতে পারি বাবা রাজনীতিতে যোগ দিয়েছেন৷ ইউটিউবের একটি ছোট্ট ভিডিও দেখেই আমার কাছে পুরো বিষয়টি স্পষ্ট হয়৷ আমিও অবাক হয়ে গিয়েছিলাম৷ বাবাকে আমি শ্রদ্ধা করি৷ এ বিষয়ে আমার সঙ্গে বাবার কোনও কথা হয়নি৷ বাবার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আমার কিছুই বলার নেই৷’’  অভিনেতা আরও বলেন, ‘‘গত নির্বাচনে আমার বাবা তৃণমূলের হয়ে লড়েছিলেন৷ আমি বাবার হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেব কি না, সেই প্রশ্ন উঠেছিল৷ তবে আমাকে নির্বাচনী প্রচারে দেখা যায়নি৷ টলিউডের অনেকেই রাজনীতি করেন৷ তাঁদের মধ্যে অনেকেই নির্বাচিত প্রার্থী৷ বাবার জন্য প্রচারে বেরোলে, নির্বাচনের সময় আমার সহ অভিনেতা-অভিনেত্রীর হয়েও প্রচারে বেরোনো উচিত৷ কিন্তু আমি কোনওটাই করিনি৷ তাই এবারেও বাবার হয়ে প্রচারে বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না৷’’ প্রসেনজিৎ বলেন, ‘‘প্রার্থী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে পারব – এই আত্মবিশ্বাস আমার নেই৷ তাই আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম৷’’ ২০২০ সাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত প্রসেনজিৎ৷ আর এই ব্যস্ততার মাঝে আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার যে কোনও পরিকল্পনা নেই তাঁর, তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন অভিনেতা৷

Advertisement

[আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার]

নয়ের দশকে একের পর এক ছবির মাধ্যমে অগণিত মানুষের মন জয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷ রূপোলি জগৎ থেকে সরে গিয়েছেন অনেকদিন আগেই৷ বর্তমানে রাজনীতির আঙিনায় তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন৷ আর তারপর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রাজনীতিতে যোগ দিতে চলেছেন কী না, শুরু হয়েছিল জোর গুঞ্জন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement