সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার নেপথ্যে নাকি নিমরত কৌর (Nimrat Kaur)! এমন গুঞ্জন বিগত দু মাস ধরেই। যদিও অভিনেত্রী নিজেকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘সিঙ্গল’ বলে দাবি করেছেন, তবে নিন্দুকদের ফোড়ন, ‘যাহা রটে তার কিছুটা হলেও বটে!’ যার জেরে লাগাতার সংবাদের শিরোনামে নিমরত কৌর। জুনিয়র বচ্চনের সঙ্গে অভিনেত্রীর নাম জড়ানোর পর থেকেই তাঁর গতিবিধির উপর দিবারাত্র নজর রেখেছেন ফটোশিকারিরা। এবার গুরুনানক জয়ন্তীতে তাঁকে দেখা গেল গুরুদ্বারে ‘সেবিকা’ হিসেবে।
আদ্যোপান্ত ঘরোয়া মেয়ের মতোই আর পাঁচজনের মাঝে গুরুদ্বারে প্রসাদ বিলি করলেন নিমরত। পরনে প্যাস্টেল শেডের সালোয়ার। গোটা পোশাকজুড়ে পাঞ্জাবের জনপ্রিয় কারুশিল্প ফুলকারির কাজ করা। গুরুদ্বারের রীতি মেনে মাথায় ওড়না দিয়েই পূণ্যার্থীদের মধ্যে ‘কাড়া প্রসাদ’ বিতরণ করতে দেখা গেল নিমরত কৌরকে। ফটোশিকারিদের দেখে বিরক্তির লেশমাত্র নেই! একগাল হাসি নিয়েই ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী। শুধু কি তাই? পাপারাজ্জিদের চাও খাওয়ালেন। গুরুনানক জয়ন্তীতে নিমরতের এহেন মহৎ উদ্যোগে খুশি অনুরাগীরা।
View this post on Instagram
অভিষেক বচ্চনের আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। নেটপাড়াতে সম্প্রতি ঐশ্বর্য রাই এবং নিমরত কৌরের মধ্যে তুলনা টেনে ট্রোল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! শোনা যায়, ‘দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। সময়টা ২০২২ সাল। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে তাতেও ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি! শোনা যায়, নিমরত কৌরের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্পর্কের গুঞ্জন নিয়ে সম্প্রতি মুখ খোলেন নিমরত কৌর। কী বলেন?
View this post on Instagram
সদ্য, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.