Advertisement
Advertisement

Breaking News

ডান্স রিয়ালিটি শোয়ে দেখা যাবে নিক-প্রিয়াঙ্কাকে!

ক্রিসমাসের বিশেষ পর্বেই দেখা যেতে পারে দু’জনকে৷

Nick-Priyanka to attend a dance show on TV!
Published by: Sayani Sen
  • Posted:October 27, 2018 6:18 pm
  • Updated:October 27, 2018 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা-রণবীরের বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই নিক-প্রিয়াঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে৷ এই লাভ বার্ডসের চারহাত কবে এক হচ্ছে, তাই নিয়ে সিনে অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই৷ সেই জল্পনার মাঝে আবার নয়া চমক দিলেন নিকাঙ্কা৷ বি-টাউনে তাঁদের নিয়ে দানা বাঁধল নয়া গুঞ্জন৷ এক ডান্স রিয়ালিটি শো-তে নাকি দেখা যাবে দু’জনকে৷

[বিয়ের তারিখ নিয়েও রেষারেষি প্রিয়াঙ্কা-দীপিকার? গুঞ্জন বি-টাউনে]

দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ‘ডান্স প্লাস ৪’৷ রিয়ালিটি শো-র বিচারক রেমো-ডি’সুজা-সহ আরও অনেকেই৷ শোনা যাচ্ছে, ওই শো-তেই নাকি আসবেন নিক-প্রিয়াঙ্কা৷ ওই শো-তে গান গাইবেন নিক৷ নাচের ছন্দে দর্শকদের জাদু দেখাতে পারেন প্রিয়াঙ্কাও৷ চ্যানেল সূত্রে খবর, লাভ বার্ডস রাজি থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং৷ ক্রিসমাস উপলক্ষে বিশেষ শো-র কথা ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ৷ ওই শো-তেই নাকি দর্শকদের বিশেষ চমক দিতে উপস্থিত থাকবেন নিকাঙ্কা৷ 

Advertisement

[জানেন ১৫ নভেম্বর দিনটিকেই কেন বিয়ের জন্য বেছে নিলেন রণ-দীপ?]

ব্যাপক জনপ্রিয়তার জেরে লাইমলাইটেই ছিলেন প্রিয়াঙ্কা৷ হলিউডে পা রাখার পর আরও আলোচনা শুরু হয়৷ ‘দেশি গার্ল’-এর জীবনে আসেন নিক৷ তারপর থেকেই নিক-প্রিয়াঙ্কাকে নিয়ে সিনে অনুরাগীদের আলোচনার শেষ নেই৷ প্রথমে যদি নিকের সঙ্গে মন দেওয়া নেওয়ার কথা মানতে চাননি প্রিয়াঙ্কা৷ এরপর মুম্বইয়ে এসে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে যান দুজনে৷ যতবারই একান্তে সময় কাটানোর চেষ্টা করেছেন লাভ বার্ডস, ততবারই চোখে পড়ে গিয়েছেন কারও না কারও৷ এরই মাঝে লোকচক্ষুর আড়ালে বাগদান পর্ব সেরে ফেলেন দুজনে৷ জুনেই শুভ কাজ সেরে ফেলেন তাঁরা৷ কিন্তু কবে ছাদনাতলায় যাবেন নিক-প্রিয়াঙ্কা, তা নিয়ে আলোচনা চলছে৷ শোনা যাচ্ছে, ২ ডিসেম্বরই নাকি বিয়ে করছেন তাঁরা৷ এদিকে, ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন দীপিকা-রণবীর৷ ১ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন হবে তাঁদের৷ তার পরেরদিন যোধপুরের উমেশ ভবনেই হয়তো বসতে পারে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর৷ যদিও ওইদিনই বিয়ে করছেন কী না, তা এখনও জানাননি নিকাঙ্কা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement