Advertisement
Advertisement

Breaking News

বন্ধু থেকে প্রিয়াঙ্কার মনের মানুষ হলেন কীভাবে? অকপট স্বীকারোক্তি নিকের

এক বন্ধুর মাধ্যমে আলাপ দু’জনের৷

Nick-Jonas-opens-up-about-his-love-story
Published by: Sayani Sen
  • Posted:September 10, 2018 9:31 pm
  • Updated:September 10, 2018 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার অন্দরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে নিয়ে কানাঘুষো কম হয়নি৷ কবে মার্কিনি বয়ফ্রেন্ডের গাঁটছাড়া বাঁধবেন ‘দেশি গার্ল’ তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান পর্ব সেরেই ফেলেছেন দু’জনে৷ কিন্তু কীভাবে জুটি বাঁধার মতো এত বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ নিজে মুখেই সেকথা জানালেন নিক জোনাস৷

[‘ভারত’ নিয়ে সলমনের তোপের মুখে প্রিয়াঙ্কা! কী বললেন ভাইজান?]

নিক জোনাস এক সাক্ষাৎকারে বলেন, বাগদানের পাঁচ মাস নিজেরাও জানতেন না যে একে অপরের কাছে চলে এসেছেন তাঁরা৷ নিক বলেন, ‘‘এক বন্ধুর মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল৷ এরপর আমরা কথা বলতে শুরু করলাম৷ তখনই মেট গালা-য় একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিই৷ এরপর ঘনিষ্ঠরা আমাদের নিয়ে অনেক কিছু বলতে শুরু করল৷ আর সেই কথাগুলোই একদিন সত্যি হয়ে গেল৷’’ নিক আরও বলেন, ‘‘আজ আমরা এনগেজড৷ আমাদের গল্পটা যেন নিজের থেকেই লেখা হয়ে গেল৷’’ মার্কিনি পপ তারকা বলেন, ‘‘এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল৷ আমরা জানতাম, যা করছি ভুল করছি না৷ ব্যাস, ঝাঁপিয়ে পড়লাম৷ এখন আমরা খুব খুশি ৷’’

Advertisement

[প্রকাশ্যে ভাওয়াল সন্ন্যাসীর এক টুকরো গল্প, মুক্তি পেল ট্রেলার]

মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার মন দেওয়া নেওয়া নিয়ে বলিউডের অন্দরে কম আলোচনা হয়নি৷ হাজারও লুকোছাপার চেষ্টা করলেও পাপারাৎজির নজর এড়াননি এই জুটি৷ বারবারই সামনে এসেছে জুটিতে একান্তে কাটানো মুহূর্তের কথা৷ এরপর একদিন আচমকাই বিদেশ বিভূঁই থেকে মুম্বইতে নিককে নিয়ে আসেন ‘দেশি গার্ল’৷ একান্তে গোয়াতে গিয়ে সময়ও কাটান দু’জনে৷ প্রিয়াঙ্কা-নিকের কাটানো ব্যক্তিগত সময়ের কথা যতই সামনে এসেছে, ততই মাথাচাড়া দিয়েছে কবে চার হাত এক হচ্ছে সেই প্রশ্ন৷ হাজার কানাঘুষোর পর মার্কিনি প্রেমিকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন প্রিয়াঙ্কা৷ কিন্তু এখন একটাই বক্তব্য, কবে চার হাত এক হবে নিক ও প্রিয়াঙ্কার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement