সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোম্য়ান্টিজিমের মোড়ক ছেড়ে কখনও অ্য়াকশন হিরো হিসেবে মেলে ধরছেনে নিজেকে। কখনও আবার বামনের চরিত্রে দর্শকদের মন জয় করতে চেয়েছেন। কিন্তু গত কয়েকটি ছবিতে নিজের সেই পুরনো ছাপ ফেলতে পারছেন না কিছুতেই। বক্সঅফিসের দৌড়ে শুরুটা ভাল হলেও কোনও ছবিই লম্বা রেসের ঘোড়া প্রমাণিত হচ্ছে না। তাই নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন বলিউড বাদশা। পরের ছবিতে কীরকম চরিত্রে দেখা যাবে তাঁকে? নিজেই জানালেন শাহরুখ খান।
সম্প্রতি লন্ডনের আইন বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টোরেটে ভূষিত করেছে। যাতে আপ্লুত কিং খান। আইপিএল টিম, প্রযোজনা সংস্থা সবকিছুর পাশাপাশি নিজের পরবর্তী ছবি নিয়েও ভাবতে শুরু করেছেন তিনি। কারণ শাহরুখ ভালই জানেন, ছবির হাত ধরেই বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা। বড়পর্দায় তাঁকে দেখেই ভালবাসা উজার করে দেন তিনি। আর তাই ছবি দিয়েই ফ্যানেদের মন জয় করতে চান বাদশা। কিন্তু কীভাবে? শাহরুখ বলেন, “আমার পরের ছবিতে সেক্সি অবতারেই ধরা দেব। আমাকে তো আপনারা সেক্সি বাবা, সেক্সি নায়ক, সেক্সি হাই হোক হিসেবেই দেখতে চান। ঠিক যতটা চান ততটাই পাবেন।” অর্থাৎ তাঁর কথায় আন্দাজ করাই যায়, ফের রোম্যান্টিক হিরো রূপেই পর্দায় ফুটে উঠবেন তিনি। সেই মনে প্রেম জাগানো হাসি, আকর্ষণীয় সিক্স প্যাক অ্যাবে স্বমহিমায় আসবেন শাহরুখ।
বলিউড সুপারস্টার জানাচ্ছেন, গত কয়েক বছরে হিন্দি ছবির জগতে কাজের ক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে। বিশেষ করে মহিলাদের অগ্রগতি চোখে পড়ার মতো। আগে বিয়ের পর অনেকেই ছবির দুনিয়া থেকে সরে দাঁড়াতেন। এখন তার হার অনেকটাই কম। যে পরিবর্তনে বেশ খুশি তারকা।
কিন্তু জিরোর পর এবার কোন ছবিতে দেখা যাবে কিং খানকে? সে বিষয়ে অবশ্য কিছুই জানাননি তিনি। প্রথমে ঠিক ছিল মহাকাশচারী রাকেশ শর্মার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই। তবে ভক্তদের আশা, বেশ কয়েকটা ফ্লপ ছবির পর এবার নিশ্চিতভাবেই বক্স অফিস কাঁপাবেন শাহরুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.