Advertisement
Advertisement

Breaking News

আলিয়াকে হাসির ফর্মুলা শেখাতে ব্যস্ত শাহরুখ

‘ডিয়ার জিন্দেগি’র দ্বিতীয় পর্বের ঝলকে দেখুন দু’জনের ‘জোক রিসাইকেল’৷

New teaser of Dear Zindagi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 3:06 pm
  • Updated:November 3, 2020 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামগড়ুরের ছানাদের শুধু হাসতে মানা৷ বাকি জগতের হাসতে কোনও মানা নেই৷ তবে নিজের হাসা যতটা সহজ, অন্যকে হাসাতে পারাটা ততটাই কঠিন কাজ৷ এই কাজটাই করে উঠতে পারছেন না আলিয়া৷ তাই দায়িত্ব নিয়েছেন শাহরুখ৷ রীতিমতো ক্লাস নিচ্ছেন ভাট পরিবারের কনিষ্ঠা কন্যার৷ যাতে সঠিক সময় সঠিকভাবে হাসির কথাটি বলে উঠতে পারেন তাঁর ‘ডিয়ার’ কোস্টার৷

দেখুন ‘ডিয়ার জিন্দেগি’র কাহিনির এই দ্বিতীয় পর্ব৷ যেখানে আলিয়াকে ‘জোক রিসাইকেল’ করতে শেখাচ্ছেন শাহরুখ৷

Advertisement

সাধারণ মানুষের সাধারণ কাহিনি সোজাসাপ্টাভাবে দর্শকদের সামনে তুলে ধরা৷ এটাই পরিচালক গৌরী শিন্ডের বিশেষত্ব৷ সাধারণত্বের এই ফর্মুলাতেই পর্দায় অসাধারণ হয়ে উঠেছে শাহরুখ-আলিয়ার আনকোরা জুটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement