Advertisement
Advertisement

নভেম্বরেই ছোটপর্দায় আসতে চলেছে বঙ্কিমের ‘ইন্দিরা’

বারুইপুর রাজবাড়িতে চলছে শুটিং৷

New soap based on Bankim Chandra Chattopadyay's novel to be aired soon
Published by: Sayani Sen
  • Posted:October 7, 2018 7:31 pm
  • Updated:October 7, 2018 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ছোটপর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি ‘ইন্দিরা’৷ একটি মেয়ে এবং তাঁর জীবন কাহিনি নিয়ে এগিয়েছে গল্পটি৷ আকাশ আট চ্যানেলের সাহিত্য সিরিজে নভেম্বরের গল্প ‘ইন্দিরা’৷ সৌমি চক্রবর্তী, আর্য চন্দ্র, সৌগত সরকার, স্বাগতা বসুর এই টেলি সিরিজ দর্শকদের মন কাড়বে বলেই আশা গোটা টিমের৷

[OMG! সলমনের স্ত্রী হয়ে ‘বিগ বস’ হাউসে ঢুকবেন ভারতী!]

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ইন্দিরা’-র কাহিনি জানা রয়েছে সকলেরই৷ একটি মেয়ের পালকি চড়ে বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পথের কাহিনি দিয়ে গোটা গল্পের শুরু৷ মনোহরপুর থেকে আচমকাই মহেশপুর জমিদারবাড়িতেই একদিন এসে পৌঁছয় পালকি৷ পালকি পাঠিয়েছেন ইন্দিরার শ্বশুরমশাই৷ সে শ্বশুরবাড়ি না গেলে ছেলের আবারও বিয়ে দেওয়া হবে বলেই জানিয়ে দেন ছোট্ট বধূর শ্বশুরমশাই৷ ইন্দিরার বাবাও মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড় করেন৷ পালকি সাজিয়ে নববধূর মতো বেনারসি, গয়না পরিয়ে মেয়েকে তিনি শ্বশুরবাড়ি পাঠানোর জন্য পাঠান৷ কিন্তু পথেই বিপত্তি৷ ডাকাতদের কবলে পড়ে ইন্দিরা৷ গয়নাগাটির পাশাপাশি বেনারসি শাড়িও লুট করে ডাকাতরা৷ এই খবর পৌঁছয় ইন্দিরার বাপেরবাড়ি ও শ্বশুরবাড়িতে৷ ধীরে ধীরে কাহিনি অনুযায়ী এভাবেই এগোবে গল্প৷ বাপেরবাড়ি ও শ্বশুরবাড়িতে ব্রাত্য ইন্দিরা এভাবেই একদিন পৌঁছন কলকাতায়৷

Advertisement

বারুইপুরে রাজবাড়িতে সাজানো হয়েছে গোটা সেট৷ সেখানেই জোরকদমে চলছে শুটিং৷ পুজোর আগেই শুটিং শেষ হয়ে যাবে বলেই আশা কলাকুশলীদের৷ ইন্দিরার লড়াইয়ের কাহিনিকে ছোটপর্দায় ফুটিয়ে তুলছেন দেবীদাস ভট্টাচার্য৷ প্রধান চরিত্রে দেখা যাবে সৌমি চক্রবর্তীকে৷ এছাড়াও থাকছেন সৌগত সরকার, স্বাগতা বসু, আর্য চন্দ্র-সহ আরও অনেকেই৷ পুজোর ছুটির মাঝে নভেম্বরে সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আটে দেখা ‘ইন্দিরা’ চুটিয়ে উপভোগ করবেন দর্শকরা, আশা কলাকুশলীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement