সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেহমত কে চেনেন? ইনি সেই মেয়ে, যাঁর চরিত্রে ‘রাজি’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী আলিয়া ভাটকে৷ সেহমতের বাড়ি ছিল ভারতে৷ কিন্তু বিয়ে হয়েছিল পাকিস্তানে৷ তাঁর স্বামী, শ্বশুর সকলেই ছিল পাক সেনাবাহিনীর শীর্ষ কর্তা৷ আর সেহমত ছিলেন ভারতীয় গুপ্তচর৷ প্রাণের তোয়াক্কা না করে গোপনে পাক সেনার অনেক তথ্য ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দিতেন তিনি৷ দেশকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত তাঁকে খোয়াতে হয়েছে স্বামী ও সংসার৷ কিন্তু নিজের লক্ষ্যে অনড় ছিলেন সেহমত৷ এবার এমন এক গুপ্তচরের গল্পই দেখা যাবে টেলিভিশনের পর্দায়৷ কেবল প্রেক্ষাপট আলাদা৷ ওখানে প্রেক্ষাপট ছিল ভারত-পাকিস্তান৷ এখানে প্রেক্ষাপট সত্তরের মুক্তিযুদ্ধ৷
[‘আত্মহত্যার চেষ্টা করেছিলাম’, স্বীকারোক্তি জয়াপ্রদার ]
বাংলায় বিনোদনের নতুন চ্যানেল সান বাংলায় শুরু হতে চলেছে ধারাবাহিক ‘সীমানা পেরিয়ে’৷ যার মুখ্য চরিত্রে রয়েছে পদ্মা নামের এক মহিলা৷ মুক্তিযুদ্ধের সময় বাবাকে খুঁজতে সে গিয়েছিল আজকের বাংলাদেশে৷ কিন্তু সেখানে গিয়ে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে৷ ওদেশে ভারতের ‘গুপ্তচর’ হিসেবে কাজ করতে শুরু করে ওই মেয়েটি৷ ধীরে ধীরে তার জীবন কোন দিকে মোড় নেয়, সেই গল্পই দেখা যাবে রোজ রাত ৮ টায়, ৩ ফেব্রুয়ারি থেকে। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়। নায়িকা কুয়াশা৷ কেরিয়ারের শুরুতেই এমন একটা চরিত্রে কাজ করা রীতিমতো চ্যালেঞ্জের বলে জানাচ্ছেন নবাগতা। দু,একটি ধারাবাহিকে কাজ করা ঋতজিৎও একটু নার্ভাস। কিন্তু টানটান চিত্রনাট্য আর বিষয়বস্তুর আকর্ষণে অভিনয় স্বতস্ফূর্তই হবে বলে মনে করছেন নায়ক, নায়িকারা। সিরিয়ালটি প্রযোজনা করছে লিও ফিল্মস ইন্টারন্যাশনাল৷ কাহিনি ও চিত্রনাট্য লিখছেন লাভলি মুখোপাধ্যায়।
[একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি]
চ্যানেল কর্তৃপক্ষের আশা, এই স্পাই থ্রিলারের গল্প মন কাড়বে দর্শকদের৷ সোশ্যাল মিডিয়াতে ট্রেলার নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বেশ চর্চা৷ এখন অপেক্ষা আর কয়েক মুহূর্তের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.