Advertisement
Advertisement
ব্যোমকেশ

ভুল শুধরে নতুনভাবে প্রকাশ পেল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির পোস্টার

ব্যোমকেশের ভূমিকায় আবির্ভাব হতে চলেছে পরমব্রতর।

New poster of the movie Satyanweshi Byomkesh launched after correction
Published by: Bishakha Pal
  • Posted:May 13, 2019 9:21 pm
  • Updated:May 13, 2019 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির পোস্টার। কিন্তু প্রথম পোস্টারেই ছিল ভুল। পোস্টারের উপরে ‘শ্যামসুন্দর দে নিবেদিত’-র জায়গায় লেখা ছিল ‘শ্যামসুন্দর দে নবেদিত’। ছোট্ট ভুল। শুধুমাত্র সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত হয়েছিল সেই খবর। ভুল শুধরে ফের পোস্টার প্রকাশ করলেন ছবির নির্মাতা।

সোশ্যাল সাইটে যেদিন ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর পোস্টার প্রকাশ হয়, সেদিন চোখে পড়েছিল ভুলটা। কিন্তু সময় থাকতেই প্রযোজনা সংস্থা সেটি শুধরে নেয়। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে নতুন পোস্টার। আর এই পোস্টারটি সম্পূর্ণ নিখুঁত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্নমৈনাক’ গল্পটি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এখানে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অজিতের ভূমিকায় রুদ্রনীল ঘোষ। অভিনেতাদের মতো পালটেছে ছবির পরিচালকও। অঞ্জন দত্ত বা অরিন্দম শীলের জায়গায় এসেছেন নতুন পরিচালক। সায়ন্তন ঘোষাল। অঞ্জন দত্ত থাকছেন চিত্রনাট্যকার ও প্রধান উপদেষ্টার ভূমিকায়। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীল দত্ত।

Advertisement

byomkesh-poster

[ আরও পড়ুন: হাতিয়ার উন্নয়ন, নুসরতকে ভোটদানের আরজি অভিনেতা সোহমের ]

‘মগ্নমৈনাক’-এর পটভূমিকা স্বাধীনতার ঠিক পরের। গল্পে মিশে রয়েছে দেশদ্রোহিতার গন্ধ। সন্তোষ সমাদ্দারের বাড়িতে থাকে হেনা। অথচ সে সন্তোষবাবুর কেউ হয় না। লতায়-পাতায় আত্মীয়ও নয়। কিন্তু বাড়ির লোক যা সুবিধা পায় না, সেই সুবিধা ভোগ করে হেনা। এই হেনা হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। রহস্যোদঘাটনের কাজে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে তাঁর চিরন্তন সঙ্গী অজিত। তদন্তে করতে গিয়ে জানা যায় বাড়ির দুই ছেলে যুগল আর উদয়ের নজর ছিল হেনার দিকে। সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মাও সন্দেহের বাইরে ছিল না। ক্রমে জানা যায় এক বাঁশিওয়ালার খবর। শহরের অন্য এক প্রান্তে খোঁজ মেলে একটি ঘরের। যার চাবি ছিল হেনার কাছে। কিন্তু ঘরের ব্যাপারে ঘুণাক্ষরেও জানত না কেউ। এই নিয়েই রহস্য ক্রমে জট বেঁধেছে ‘মগ্নমৈনাক’-এ।

[ আরও পড়ুন: ‘আগে জানলে প্রার্থী হতে দিতাম না’, পুত্র সানিকে নিয়ে উদ্বেগপ্রকাশ বাবার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement