Advertisement
Advertisement

Breaking News

Durgo Rawhoshyo

এক ব্যোমকেশের দর্শনে আরেক ব্যোমকেশ! সৃজিতের জন্মদিনে ‘দুর্গ রহস্য’র নয়া চমক

ব্যাপার কী?

New picture of Durgo Rawhoshyo movie on Srijit Mukherji's Birth Day | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 23, 2023 8:19 pm
  • Updated:October 6, 2023 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জন্মদিন বলে কথা! একটা উপহার তো দর্শকদের জন্য থাকবেই। যথা সময়ে তা পাওয়া গেল হইচই প্ল্যাটফর্মের ‘X’ সাইটের প্রোফাইলে। ‘দুর্গ রহস্য’ সিনেমার এক ছবিতেই বড় চমক। এক ব্যোমকেশের দর্শনে আরেক ব্যোমকেশ! কীভাবে?

Srijit

Advertisement

বেশ একটু খোলসা করে বলা যাক। আসলে সৃজিত পরিচালিত ‘দুর্গ রহস্য’ সিরিজের ব্যোমকেশ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য সত্যবতী (সোহিনী সরকার) আর অজিতকে (রাহুল বন্দ্যোপাধ্যায়) সঙ্গে নিয়ে বোধহয় গিয়েছিলেন সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’ দেখতে। যেখানে সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করেছিলেন খোদ মহানায়ক উত্তমকুমার। সিনেমা হলের বাইরেই দাঁড়িয়ে তিনমূর্তি। সেই ছবি শেয়ার করেই লেখা হয়েছে, “ব্যোমকেশ দেখে ফিরছেন আরেক ব্যোমকেশ!”

[আরও পড়ুন: এলাহি আয়োজন, নিয়ম ভেঙে পরিণীতির বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফাঁস ভাগ্যশ্রীর!]

এসভিএফের প্রযোজনায় তৈরি হয়েছে সৃজিতের ‘দুর্গ রহস্য’। প্রথমে শোনা গিয়েছিল, দেবের ‘ব্যোমকেশ ও দু্র্গ রহস্য’ পরিচালনা করবেন সৃজিত। কিন্তু পরে সেই সিনেমা পরিচালনার দায়িত্ব কাঁধে নেন বিরসা দাশগুপ্ত। আবার এ নিয়ে দেব-সৃজিতের মনোমালিন্যের খবরও শোনা যায়। কিন্তু ‘ব্যোমকেশ ও দু্র্গ রহস্য’ প্রচারে যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢেলে দেন দেব।

Durgo-Rawhoshyo-1

দেবের ডাকে সাড়া দিয়ে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার লঞ্চের মঞ্চে যান সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকাররা। একমঞ্চে জোড়া ব্যোমকেশ-সত্যবতীকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত হন অনুরাগীরা। আগামিকাল অর্থাৎ রবিবার ‘দুর্গ রহস্য’র ট্রেলার প্রকাশ্যে আসার সম্ভাবনা প্রবল। সিরিজ হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ১৯ অক্টোবর থেকে।

[আরও পড়ুন: ‘তোমার বাপের কী?’, পোশাক নিয়ে শাসন করায় বৃদ্ধের উপর চিৎকার উরফির, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement