সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা সারা বিশ্ব জুড়ে রয়েছে। অস্কারের মঞ্চ থেকে কান চলচিত্র উৎসব, সর্বত্রই নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু MET গালা ২০১৭-র মঞ্চে তিনি যা পোশাক পরলেন, তাতে হাসির খোরাক হতে হল প্রিয়াঙ্কা চোপড়াকে।
আন্তর্জাতিক রেড কার্পেটের মঞ্চে রাল্ফ লরেন ট্রেঞ্চকোট পরে ক্যামেরার সামনে এসেছিলেন পিগি চপস। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রিয়াঙ্কার পোশাকের তারিফ করেছেন। কিন্তু তাঁকে নিয়ে নেটদুনিয়ায় উঠল ট্রোলের ঝড়। কেন তাঁর পোশাক নিয়ে ঠাট্টা করলেন নেটিজেনরা? নাহ, পোশাকের রং নিয়ে কোনও সমস্যা নেই। প্রিয়াঙ্কাকেও বেশ হট অ্যান্ড গর্জাস দেখাচ্ছে তাতে। তা নিয়েও কোনও দ্বিমত নেই। তাহলে? মশকরা করা হচ্ছে বলি অভিনেত্রীর পোশাকের দৈর্ঘ নিয়ে। তাঁর পোশাকটি পায়ের নিচে অনেকটা ছড়িয়ে পড়েছে। আর এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।
নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আরেক বলি ডিভা দীপিকা পাড়ুকোন। তারকাখচিত মঞ্চে অবশ্য ভারতীয়দের নজরে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরীই। অনেকে ঠাট্টা করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছভারত অভিযান একাই সফল করে দেবেন প্রিয়াঙ্কা।
When You Want to not just Look Stylish but also want to Support Modi’s Swatchcha Bharat Abhiyaan by Sweeping the Floor : Priyanka Chopra pic.twitter.com/BtH771Ngug
— Dr. TUSHAR (@TusharP75788052) May 2, 2017
আবার কারও বক্তব্য, তাঁর পোশাক দিয়ে গোটা একটি তাঁবু তৈরি করা যাবে। একজন টুইট করেছেন, কাজের মহিলা এসে বলছেন, “দিদি, আজ কাজে এসে আমি ঝাড়ু দেব না।” আর একটি টুইটে লেখা, প্রিয়াঙ্কার পোশাকের কাপড় দিয়ে মোদির অনেকগুলি স্যুট তৈরি হয়ে যাবে।
Priyanka Chopra’s next movie. pic.twitter.com/uzi7Ctj1uX
— Rahenuma (@YourSRKian) May 2, 2017
Modi could make 2002 suits with that Priyanka Chopra’s dress! pic.twitter.com/xnO6NvoKaN
— Raviteja Atikam (@Teja_1) May 2, 2017
একজন তো আবার চায়ের উপর পড়া দুধের সরের সঙ্গেও তুলনা করেছেন তাঁর পোশাককে।
I’m a HUGEEEEE Priyanka Chopra fan but these trolls are nailing it to another level 😂 I mean look at this pic.twitter.com/qpUsF1qmG4
— iBAC (@IamBhumikaC) May 2, 2017
তবে সমালোচনা যা-ই হোক, প্রিয়াঙ্কা যে নিজের স্টাইল স্টেটমেন্টে খুশি, তা তাঁর টুইট থেকেই স্পষ্ট।
একটা কথা মেনে নিতেই হয়, যে কোনও প্রচারই দিনের শেষে মানুষকে জনপ্রিয়ই করে তোলে। সিজলিং প্রিয়াঙ্কার ক্ষেত্রেও সেটাই হল।
Alladin’s magic carpet or Priyanka Chopra’s dress? pic.twitter.com/51ktg7CxXD
— Astronaut 🐒 (@TheRobustRascal) May 2, 2017
#BREAKING: #BCCI Hires Priyanka Chopra To Provide Cover Protection To Stadiums During Rains. #PriyankaChopra #IPL #IPL10 #DDvSRH #IPL2017 pic.twitter.com/pACv8lNFlD
— Sir Ravindra Jadeja (@SirJadeja) May 2, 2017
प्रियंका चोपड़ा .pK का कपडा लेकर जाते हुए केमरे में कैद !! 😂😂👇
“Priyanka Chopra” pic.twitter.com/DMWKYI1gVL
— भागलपुरिया छोरा (@Bhagalpuriya_1) May 2, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.