সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁকা ফ্ল্যাটে তরুণী জেনের সঙ্গে দেখা হয় পলের৷ স্ত্রীর মৃত্যুতে নিঃসঙ্গ পল৷ নামধাম না জেনেই জোর করে ওই তরুণীর সঙ্গে সঙ্গমে রত হন৷ এমনকী পরেও তাঁর পরিচয় দিতে অস্বীকার করেন৷ কেননা যৌনতাটাই সেখানে প্রধান, অন্য সবকিছু গৌণ৷ প্রয়োজনীয়তার বাইরে আর কিছু নেই৷ ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ ছবিতে এরকম একটা দৃশ্যে এই বার্তাতেই গোটা বিশ্বের নান্দকিতাকে জোর ধাক্কা দিয়েছিলেন পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চি৷ তবে এ দৃশ্যের নেপথ্যে থেকে গিয়েছে আরও চমক৷ জানা গিয়েছিল, অভিনেত্রীকে না জানিয়েই কোনওরকম অনুমতি ছাড়াই এ দৃশ্যের শুটিং হয়েছিল৷ সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে ফের সরব হল নেটদুনিয়া৷
ছবিতে জেনের চরিত্রে অভিনয় করেছিলেন মারিয়া স্নেইদার৷ অন্যদিকে পল হয়েছিলেন মার্লন ব্র্যান্ডো৷ পরিচালকের পরিকল্পনা ছিল, অভিনেত্রীর থেকে সহজাত প্রতিক্রিয়া আদায় করা৷ কোনও অভিনেত্রীর রিঅ্যাকশন নয়, একজন মহিলার এই পরিস্থিতিতে মুখে যে অভিব্যক্তি ফুটে ওঠে তাই লেন্সবন্দি করতে চেয়েছিলেন তিনি৷ যৌনতা, সমাজ থেকে চলতি কাঠামোকে যে ধাক্কা দিতে চেয়েছিলেন পরিচালক, তাতে ওই সহজাত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল জরুরি৷ তাই অভিনেত্রীকে ঘুণাক্ষরেও জানানো হয়নি যে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে হবে তাঁকে৷এমনকী যখন দৃশ্যের শুটিং চলছে তখনও তিনি কিছুই জানতেন না৷ সেই দৃশ্যই দেখেছে গোটা বিশ্ব৷ বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সে কথা খোলসা করে জানিয়েওছিলেন৷
সম্প্রতি এ নিয়ে ফের সরব হয়েছে নেটদুনিয়া৷ প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন৷ সে সময় স্নেইদারের বয়স ছিল মোটে ১৯ বছর৷ এই বয়সের একটি মেয়েকে কীভাবে এ পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারেন পরিচালক, সে প্রশ্ন তুলে রীতিমতো ক্ষুব্ধ তিনি৷ তাঁর সুরেই সুর মিলিয়েছেন আর এক অভিনেতা ক্রিস এভান্স৷ তিনি এ ছবি আর কখনও দেখবেন না বলেও জানিয়েছেন৷ আসছে একের পর এক প্রতিক্রিয়া৷ বিনা অনুমতিতে ধর্ষণের দৃশ্যে অভিনয় করানোকে অনৈতিক বলেই মত নেটিজেনদের৷ আপাতত এ নিয়েই সরগরম নেটদুনিয়া৷
To all the people that love this film- you’re watching a 19yr old get raped by a 48yr old man. The director planned her attack. I feel sick. https://t.co/qVDom2gYf6
— Jessica Chastain (@jes_chastain) December 3, 2016
Wow. I will never look at this film, Bertolucci or Brando the same way again. This is beyond disgusting. I feel rage https://t.co/uvaLogvv7I
— Chris Evans (@ChrisEvans) December 3, 2016
@colliderfrosty @ChrisEvans Ms Schneider stated this several years ago. I used to get eye-rolls when I brought it up to people (aka dudes).
— Anna Kendrick (@AnnaKendrick47) December 3, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.