Advertisement
Advertisement

Breaking News

বাবা হলেন নীল, কন্যাসন্তানের জন্ম দিলেন রুক্মিণী

মেয়ের কী নাম রাখলেন নীল?

Neil Nitin Mukesh And Rukmini Sahay blessed with a baby girl
Published by: Bishakha Pal
  • Posted:September 24, 2018 4:48 pm
  • Updated:September 24, 2018 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন খুশির হাওয়া। কিছুদিন আগেই পুত্রসন্তানের বাবা হয়েছে শাহিদ কাপুর। এবার বাবা হলেন নীল নীতিন মুকেশ। কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী রুক্মিণী সহায়। মেয়ের নাম তাঁরা রেখেছেন নুরভি নীল মুকেশ।

অস্কারে যাচ্ছে ইরফানের প্রথম বাংলা ছবি ‘ডুব’ ]

Advertisement

সোশাল সাইটে স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবিও পোস্ট করেছেন অভিনেতা। ইনস্টাগ্রামে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে নীল লিখেছেন, ‘এবার প্রতিটি দিন কন্যাদিবস।’ গত সপ্তাহের শেষের দিকে পরিবারের নতুন সদস্যের আগমনের কথা জানিয়েছিলেন নীল। টুইটারে সুখবর জানানোর পাশাপাশি এও বলেছিলেন, মা ও মেয়ে দু’জনেই ভাল আছে। মেয়ের নামও তখনই জানিয়েছিলেন নীল। কিন্তু ছবি পোস্ট করেননি।

দীর্ঘদিন থেকে পরিচয় ছিল নীল নীতিন মুকেশ ও রুক্মিণী সহায়ের। গত বছর উদয়পুরে বিয়ে করেন তাঁরা। বিয়ের এক বছরের মধ্যেই রুক্মিণীর গর্ভবতী হওয়ার খবর জানান নীল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️❤️❤️.NOW EVERYDAY IS DAUGHTERS DAY

A post shared by Neil Nitin Mukesh (@neilnitinmukesh) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Now we will be THREE 👶🏼

A post shared by Neil Nitin Mukesh (@neilnitinmukesh) on

এখনও পর্যন্ত নিল নীতিন মুকেশকে শেষ দেখা গিয়েছে ‘গোলমাল এগেইন’ ছবিতে। সেখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর তাঁকে দেখা যাবে ‘সাহো’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন প্রভাস।

শাহরুখ আমায় অভিনয় শিখতে বলেছিল: কাজল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement