Advertisement
Advertisement

Breaking News

সেলুলয়েডে নরেন্দ্র মোদি, দেখে নিন ছবির ফার্স্ট লুক

জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে শুটিং৷

Narendra Modi's biopic's Poster release
Published by: Tanujit Das
  • Posted:January 7, 2019 7:23 pm
  • Updated:January 7, 2019 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের ফার্স্ট লুক৷ আর প্রথম ঝলকেই সকলকে চমকে দিলেন ওই বায়োপিকে মোদির চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয়৷ প্রকাশিত ফার্স্ট লুকে ৪২ বছরের বলি অভিনেতাকে দেখা যাচ্ছে ভারতের পতাকার সামনে দাঁড়িয়ে থাকতে৷ তাঁর মুখের ভাব প্রধানমন্ত্রীর মতোই কঠোর এবং বেশভূষাও নরেন্দ্র মোদির মতোই৷ পোস্টারের উপরে হিন্দিতে লেখা রয়েছে ‘দেশ ভক্তি হল আমার শক্তি’৷

[‘বাস্তব নিয়ে রানির কোনও ধারণাই নেই’, বললেন ক্ষুদ্ধ রেচেল ]

Advertisement

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাতে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক৷ হিন্দি, ইংরেজি-সহ আটটি ভাষায় মুক্তি পেয়েছে পোস্টার৷ ছবিটি টুইট করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিবেক ওবেরয়৷ মোদির বায়োপিক আসার খবর অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছিল৷ দিন কয়েক আগেই জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। এরপরই বিবেকের লুক নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মোদির চরিত্রটিকে সিনেমার পর্দায় আদৌ কি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবেন বিবেক? সিনেমা সমালোচকদের মতে, ফার্স্ট লুকে বিবেককে দেখে হয়তো সেই তর্কে ইতি পড়তে চলেছে৷ কারণ, এক পলকে দেখলে চিহ্নিত করা মুশকিল বিবেক ওবেরয় ও নরেন্দ্র মোদিকে৷

[রিমেক হচ্ছে ‘কুলি নাম্বার ওয়ান’! নায়কের ভূমিকায় কে?]

ছবিটির পরিচালনা করবেন ‘মেরি কম’, ‘সরবজিৎ’ খ্যাত পরিচালক উমঙ্গ কুমার৷ ছবির শুটিং শুরু হবে জানুয়ারির মাঝামাঝিতে। অনুমান, লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবিটি৷ চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে শুটিং৷ সূত্রের খবর, গোটা দেশে ২৩টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। তবে সিনেমার অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন, বিষয়টি স্পষ্ট করেননি নির্মাতারা৷ লোকসভা ভোটের আগেই মুক্তি পাচ্ছে আরও দুটি পলিটিক্যাল বায়োপিক৷ একটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনের উপর নির্মিত৷ অন্যটি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের৷ যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement