Advertisement
Advertisement

সন্তানের কাস্টডি চেয়ে আদালতে যাচ্ছেন মিমি

সে কী!

Nandita Roy, Shiboprosad Mukherjee’s New Film Is On Child Custody
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 10:53 am
  • Updated:November 11, 2016 10:57 am  

শম্পালী মৌলিক: ‘প্রাক্তন’ সুপার-ডুপার হিট হওয়ার পর তাঁদের আগামী ছবি ঘোষণা করে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় এবং প্রযোজক অতনু রায়চৌধুরি৷ নতুন ছবির নাম ‘পোস্ত’৷ একটি বাচ্চার কাস্টডি কেন্দ্র করে ঠাকুরদা-ঠাকুমা এবং বাবা-মায়ের লড়াই এই ছবির কেন্দ্রে৷

soumitra_web
সৌমিত্র চট্টোপাধ্যায়

অর্থাৎ প্রতিবারের মতো এবারও শিবপ্রসাদ-নন্দিতা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকেই ছবির কাহিনি বেছে নিয়েছেন৷ গল্পও তাঁরা দু’জনে মিলেই লিখেছেন৷ অতনু রায়চৌধুরি জানালেন ‘মুখ্য ভূমিকায় অর্থাৎ ঠাকুরদা-ঠাকুরমার রোলে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী৷ বাবা-মায়ের রোলে যিশু সেনগুপ্ত ও মিমি চক্রবর্তী৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দু’টি চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়’৷

Advertisement
lili_web
লিলি চক্রবর্তী

পরিচালক শিবপ্রসাদ বলছিলেন, একটা সময় ‘কণ্ঠ’ করব ঠিক ছিল৷ ওটা বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার ছিল৷ বাংলাদেশে যে সময় শুটিং হওয়ার কথা ছিল তখন গুলশনের ঘটনাটা ঘটেছিল৷ সেই কারণে সবটা পিছিয়ে যায়৷ তখন ‘পোস্ত’ করব ঠিক করি৷ এই ছবিতে সৌমিত্রদা আর সোহিনী বাদ দিয়ে বাকি সকলের সঙ্গে প্রথমবার কাজ করছি৷ চরিত্রের সঙ্গে খুব মানানসই হবে বলে যিশু আর মিমিকে নির্বাচন করা হয়েছে৷ নন্দিতাদি প্রথম থেকেই ওদের চেয়েছিল’৷

jisshu_web
যিশু সেনগুপ্ত

ছবিতে সুর দিচ্ছেন আবারও অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অনুপম রায়ের জুটি৷ আবহসংগীত করছেন উপল সেনগুপ্ত৷ ক্যামেরার দায়িত্বে গোপী ভগৎ৷ শুটিং শুরু হচ্ছে ৪ ডিসেম্বর৷ সামনের বছর মে মাসে রিলিজ টার্গেট করে এগোচ্ছে টিম ‘পোস্ত’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement