Advertisement
Advertisement

নানা পাটেকরের ‘বিট পে বুটি’-তে ঘায়েল জ্যাকলিন

পায়ে ঘুঙুর আর মুখে 'বিট পে বুটি' গানে ফেসবুক জমিয়ে দিলেন তিনি৷

Nana Patekar's Beat Pe Booty video goes viral on facebook
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 5:21 pm
  • Updated:August 25, 2016 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাকি উর্দি গায়ে চাপিয়ে অনেক ছবিতে ভিলেনদের কাত করেছেন নানা পাটেকর৷ ‘ক্রান্তিবীর’-এর রক্ত গরম করা সংলাপে নতুন করে জেগেছে দেশপ্রেম৷ সেই নানা এবার পায়ে ঘুঙুর পরে বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন৷ ‘বিট পে বুটি’র তালে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে৷ সোশ্যাল মিডিয়ায় ধুতি পরা নানার নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

তা হঠাৎ নাচতে গেলেন কেন বলিউড অভিনেতা? জ্যাকলিনকেই বা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোন উদ্দেশ্যে? আসলে ফেসবুকে ‘বিট পে বুটি’ নামে একটি পেজ তৈরি হয়েছে৷ যেখানে টাইগার শ্রফ ও জ্যাকলিনের ছবি ‘আ ফ্লাইং জাট’-এর ‘বিট পে বুটি’ গানটিতে সবাইকে নাচের চ্যালেঞ্জ জানানো হয়েছে৷ পেজে ক্লিক করলেই একের পর এক ভিডিও ভেসে উঠছে, যেখানে ‘বিট পে বুটি’-তে নাচতে দেখা যাচ্ছে জেন ওয়াইকে৷ চ্যালেঞ্জে সাড়া দিয়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও৷ তবে সবাইকে ছাপিয়ে গেলেন নানা পাটেকর৷

Advertisement

পায়ে ঘুঙুর আর মুখে ‘বিট পে বুটি’ গানে ফেসবুক জমিয়ে দিলেন তিনি৷ তবে কাহানিতে একটা টুইস্ট রয়েছে৷ নানা কিন্তু সত্যি সত্যি এসব কিছুই করেননি৷ ২০০৩ সালে মুক্তি পাওয়া নানার ছবি ‘আঁচ’ থেকে ‘উঙলি বড়ি’ গানটিকে এডিট করে সেখানে ‘বিট পে বুটি’ বসিয়ে দেওয়া হয়েছে৷ ব্যস, তাতেই নতুন করে সুপারহিট হয়ে গিয়েছে নানার সেই বিখ্যাত নাচ৷

ফেসবুক ইউজারদের মতো টাইগার ও জ্যাকলিনও যে নানার এই পারফরম্যান্স দেখে হাসতে হাসতে হাততালি দেবেন, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার আছে কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement