Advertisement
Advertisement

Breaking News

জেনে নিন, চলতি বছরে কোন ছবিগুলি আপনাকে দেখতেই হবে

ছবিগুলি মুক্তির দিনক্ষণও জেনে রাখা ভাল।

Must watch films from Bollywood, Hollywood in 2018
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2018 1:08 pm
  • Updated:January 2, 2018 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন নতুন সংকল্প নেওয়ার পালা। কেউ ভালভাবে পড়াশোনা করার সংকল্প করেন তো কেউ ভাবেন নতুন বছরে মন দিয়ে প্রেম করবেন। আবার যাঁরা বড়দিনে পুরোদস্তুর পার্টি করে ওজন বাড়িয়ে ফেলেছেন, তাঁরা আবার সংকল্প করেন, নতুন বছরে ওজন ঠিক কমিয়ে ফেলবেন। কিন্তু এবার নিজেদের সংকল্পগুলির তালিকায় রাখুন আরও একটি বিশেষ কাজ। চলতি বছর সিনেপ্রেমীদের যে সিনেমাগুলি মিস করলে এক্কেবারে চলবে না। যে ছবিগুলির জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন দর্শকরা, সেই সব ছবিগুলি মুক্তির দিনক্ষণও জেনে রাখা ভাল। চটপট চোখ বুলিয়ে নিন কোন কোন ছবিগুলি আপনাকে এ বছর দেখতেই হবে।

জানুয়ারি- মার্চ:
সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান‘। বাস্তবের এক চরিত্রকেই বড়পর্দায় তুলে ধরবেন পরিচালক আর বালকি। যাঁর দৃষ্টিভঙ্গি সমাজে এনেছিল বড়সড় পরিবর্তন। একই দিনে মুক্তি পাবে নীরাশ পাণ্ডের ‘আইয়ারি’। এদিকে এখনও পর্যন্ত যা খবর, তাতে ফেব্রুয়ারির আগে ‘পদ্মাবত’ মুক্তি পাবে না। যে ছবি নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছে, তা দেখার আগ্রহ রয়েছে অনেকেরই। এর পাশাপাশি ফেব্রুয়ারিতেই বিয়ের পর প্রথম ছবি মুক্তি পাবে অনুষ্কা শর্মার। তাঁরই প্রযোজনার ছবি ‘পরী’র অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। ‘হিচকি‘ ছবিতে রানি মুখোপাধ্যায়ের কামব্যাক ঘটতে চলেছে একই মাসে। মার্চে বড়পর্দায় বড় ধামাকা। মুক্তি পাবে রাজকুমার হিরানির সঞ্জয় দত্ত বায়োপিক। যেখানে সঞ্জু বাবার চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এ ছবিতে অভিনেতার লুক নিয়ে গত বছর থেকেই আলোচনা তুঙ্গে।

Advertisement

padmavati_web

[নতুন বছরেই খুশির খবর, পুত্র সন্তানের মা হলেন সুনিধি]

এপ্রিল-জুন:
এপ্রিলে দুটি ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে দর্শকদের। একটি হল সুজিত সরকারের ‘অক্টোবর’ এবং অন্যটি অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা’। মে মাসে বক্স অফিস মাতাতে হাজির হবে আলিয়া ভাট, সোনম কাপুর ও করিনা কাপুর অভিনীত ছবি ‘বীর দি ওয়েডিং’। জুনে ফের বাকিদের টক্কর দেবে সলমন খানের ‘রেস থ্রি‘। একই মাসে অনেকদিন পর ‘ফ্যানি খান’ ছবিতে বড়পর্দায় দেখা মিলবে ঐশ্বর্য রাই বচ্চনের।

race3_web

জুলাই-সেপ্টেম্বর:
‘ধড়ক’ ছবিতে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা। ছবির মুক্তি জুলাইয়ে। ভারতের স্বাধীনতার মাসে ফিরবেন খিলাড়ি কুমার। ভারতীয় হকির স্বর্ণ যুগ ফিরবে তাঁর ‘গোল্ড’ ছবিতে। অনুষ্কা শর্মা ও বরুণ ধাওয়ান প্রথমবার জুটি বাঁধবেন ‘সুই ধাগা’ ছবিতে।

অক্টোবর ডিসেম্বর:
ওসামা বিন লাদেনের অচেনা কাহিনি অনস্ক্রিন ফুটিয়ে তুলবেন পরিচালক বিশাল ভরদ্বাজ। যে ছবি মুক্তি পাওয়ার কথা অক্টোবরে। আমির খানের ভক্তরা বহু প্রতীক্ষিত ‘ঠাগস অফ হিন্দোস্তান‘ দেখতে পাবেন নভেম্বরে। হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ও একই মাসে আসবে। ডিসেম্বরে সারা আলি খানের অভিষেক ঘটবে ‘কেদারনাথ’ ছবিতে। আর বছর শেষে বিশেষ চমক শাহরুখ খানের ‘জিরো’।

[হিরো থেকে ‘জিরো’ হলেন শাহরুখ, দেখুন তার প্রথম ঝলক]

এছাড়া হলিউড ছবিগুলির মধ্যে দর্শকদের নজরে রয়েছে লার্স ভনের ‘দ্য হাউজ দ্যাট জ্যাক বিল্ট’, ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ জন এফ ডোনোভ্যান’, স্টিফেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’, ‘ফ্যানটাস্টিক বিস্টস: ক্রাইমস অফ গ্রিনডেলওয়াল্ড’ ছবিগুলির দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement