Advertisement
Advertisement

Breaking News

AR Rahman

বুকে অসহ্য ব্যথা, দ্রুত হাসপাতালে ভর্তি করা হল এআর রহমানকে

৫৮ বছরের শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন।

Musician AR Rahman admitted to hospital in Chennai
Published by: Biswadip Dey
  • Posted:March 16, 2025 10:02 am
  • Updated:March 16, 2025 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙতেই বুকে অসম্ভব ব্যথা শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হল খ্যাতনামা সঙ্গীতকার এআর রহমানকে। ৫৮ বছরের শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। 

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। ইতিমধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পীকে হয়তো অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের শেষে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি ঘটে এ আর রহমানের। অস্কারজয়ী শিল্পীর আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা হয়নি।  রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেন। সোশাল মিডিয়ায় বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা সেই বিষয়ে কিছু জানা যায়নি। সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গেলেও সায়রা-রহমান দুজনেই তা উড়িয়ে দেন। তাঁদের তিন সন্তান- খাতিজা, রহমান ও আমিন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে সূত্রানুসারে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement