সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটকে পাচার করছে রণবীর সিং৷ রনবীর কাপুর পুরো ব্যাপারটা দেখছে৷ ওদিকে আবার কঙ্গনার চাইতে প্রিয়াঙ্কা, ক্যাটরিনার দাম বেশি৷ এই তো সেদিন এক পার্টিতে অনুষ্কা শর্মা, নার্গিস ফকরি ধরা পড়েছে৷ ভাবছেন কী ভুলভাল লিখছি? মোটেও না! এ হল মুম্বই পুলিশের সাংকেতিক ভাষা৷ যা নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে তাঁরা ব্যবহার করে৷ যেখানে –
রনবীর সিং – মাদক পাচারকারী
রনবীর কাপুর – পাচারের কাজ সঞ্চালনার দায়িত্বে
আলিয়া ভাট – কোকেন
কঙ্গনা রানাউত – আফিম
ক্যাটরিনা কাইফ – হেরোইন
প্রিয়াঙ্কা চোপড়া – এলএসডি
অনুষ্কা শর্মা – হ্যাশ
নার্গিস ফকরি – নিষিদ্ধ এক্সট্যাসি মাদক
এতো ছিল নমুনা মাত্র৷ এভাবেই প্রত্যেক বলিউড তারকার নাম বিভিন্ন অভিযানে সাংকেতিক নাম হিসেবে ব্যবহার করে থাকে মুম্বই ক্রাইমব্রাঞ্চ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে এই তথ্য৷ সংবাদমাধ্যমের দাবি, শুধু তারকা নয় বিভিন্ন বলিউড ছবির নামে অভিযানের নাম দেওয়া হয়৷ মুম্বইয়ে মাদক পাচারকারীদের বাড়বাড়ন্ত রুখতেই এই কৌশল অবলম্বন করেছে মুম্বই পুলিশ৷ খোলা হয়েছে হেল্প লাইন নম্বরও৷ যাতে ফোন করে নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে খবর দেওয়া যেতে পারে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.