Advertisement
Advertisement

Breaking News

মাদক পাচার রুখতে বলিউডই হাতিয়ার মুম্বই পুলিশের

জানেন রনবীর, আলিয়া, প্রিয়াঙ্কা, ক্যাটরিনাদের কীভাবে ব্যবহার করে মুম্বই পুলিশ?

Mumbai police using Bollywood aliases to fight drug trafficking  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 8:33 pm
  • Updated:January 3, 2017 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটকে পাচার করছে রণবীর সিং৷ রনবীর কাপুর পুরো ব্যাপারটা দেখছে৷ ওদিকে আবার কঙ্গনার চাইতে প্রিয়াঙ্কা, ক্যাটরিনার দাম বেশি৷ এই তো সেদিন এক পার্টিতে অনুষ্কা শর্মা, নার্গিস ফকরি ধরা পড়েছে৷ ভাবছেন কী ভুলভাল লিখছি? মোটেও না! এ হল মুম্বই পুলিশের সাংকেতিক ভাষা৷ যা নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে তাঁরা ব্যবহার করে৷ যেখানে –

রনবীর সিং – মাদক পাচারকারী

Advertisement

রনবীর কাপুর – পাচারের কাজ সঞ্চালনার দায়িত্বে

আলিয়া ভাট – কোকেন

কঙ্গনা রানাউত – আফিম

ক্যাটরিনা কাইফ – হেরোইন

প্রিয়াঙ্কা চোপড়া – এলএসডি

অনুষ্কা শর্মা – হ্যাশ

নার্গিস ফকরি – নিষিদ্ধ এক্সট্যাসি মাদক

এতো ছিল নমুনা মাত্র৷ এভাবেই প্রত্যেক বলিউড তারকার নাম বিভিন্ন অভিযানে সাংকেতিক নাম হিসেবে ব্যবহার করে থাকে মুম্বই ক্রাইমব্রাঞ্চ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে এই তথ্য৷ সংবাদমাধ্যমের দাবি, শুধু তারকা নয় বিভিন্ন বলিউড ছবির নামে অভিযানের নাম দেওয়া হয়৷ মুম্বইয়ে মাদক পাচারকারীদের বাড়বাড়ন্ত রুখতেই এই কৌশল অবলম্বন করেছে মুম্বই পুলিশ৷ খোলা হয়েছে হেল্প লাইন নম্বরও৷ যাতে ফোন করে নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে খবর দেওয়া যেতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement