সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে শেষ ভাল যার সব ভাল। নিজের জন্মদিনটা বেশ ভালভাবেই কাটালেন শাহরুখ খান। কিন্তু শেষটা বিশেষ সুখকর হল না। তাঁর বার্থডে পার্টিতে শেষমেশ বাদ সাধল পুলিশ।
শুক্রবারই নিজের জন্মদিন উপলক্ষে ফ্যানদের বিশেষ উপহার দিয়েছেন কিং খান। মুক্তি পেয়েছে তাঁর আপকামিং ছবি ‘জিরো’-র ট্রেলার। প্রথম নজরেই বাউয়া সিংকে পছন্দ হয়েছে দর্শকদের। ছবিটি সিনেমা হলে আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন তাঁর অগণিত ভক্ত। প্রতিবারের মতো এবারও নিজের অনুরাগীদের থেকে জন্মদিনের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন শাহরুখ। বি-টাউনের কলাকুশলী থেকে বন্ধু-বান্ধব সকলেই তাঁর ৫৩ তম জন্মদিনে শুভ কামনা জানিয়েছেন। বলিউড বাদশাও নিজের কাছের মানুষদের জন্য পার্টির আয়োজন করেছিলেন। বান্দ্রার ‘আর্থ’ নাইটক্লাবে ছিল কিং খানের বার্থডে পার্টি। বন্ধু, পরিবার, আত্মীয়-পরিজনরা তো ছিলেনই, শাহরুখের আমন্ত্রণে হাজির হয়েছিলেন স্বারা ভাস্কর, বসকো সিজারের মতো ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখও। আর সেই পার্টির সময়ই সমস্যায় পড়তে হল অভিনেতাকে।
পুলিশ এসে পার্টি বন্ধ করতে বলে শাহরুখকে। আসলে মুম্বইয়ের এই জনপ্রিয় রেস্তরাঁ শুক্রবার গভীররাত পর্যন্ত খোলা রাখার নির্দেশ নেই। সাধারণত ১টায় বন্ধ হয়ে যায় রেস্তরাঁ। সেই মতো বাকিদের চলে যেতে বলা হলেও এসআরকে-র প্রাইভেট পার্টি তারপরও চলতে থাকে। ‘আর্থ’-এ কিং খানের পার্টি চলে প্রায় রাত ৩ টে পর্যন্ত। খাওয়া-দাওয়ার সঙ্গে চলে নাচ-গানও। বাদশার ছবির সমস্ত সুপারহিট গান লাউডস্পিকারে বাজতে থাকে গভীর রাতেও। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর নাইটক্লাবে চলতে থাকা লাউড মিউজিক বন্ধ করে দেওয়া হয় বলে খবর। পুলিশ হস্তক্ষেপ করার পরই পার্টির সময় কাটছাঁট করে রেস্তরাঁ থেকে বেরিয়ে আসেন কিং খান। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধুও। অনেকে আবার পুলিশ আসার আগেই বেরিয়ে গিয়েছিলেন। তবে নিয়ম যে সকলের জন্যই এক, শাহরুখের পার্টি থামিয়েই সে বার্তা দিল মুম্বই পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.