Advertisement
Advertisement

ডিস্কোথেকে ঝড় তুলল নাগিনীর শরীরী মোচড়!

বিধিবদ্ধ সতর্কীকরণ: হৃদয় দুর্বল হলে এই আইটেম দেখবেন না!

Mouni Roy’s Item Song From Tum Bin 2 Will Set You On Fire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 5:40 pm
  • Updated:July 13, 2018 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে ‘নাগিন’ ধারাবাহিকে তাঁর লাস্যে মোড়া আইটেম দেখেছেন দর্শকরা। মৌনি রায়কে নাচতে দেখা গিয়েছে ডান্স রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মঞ্চেও। কিন্তু, বড় পর্দায় এই প্রথম! ‘তুম বিন ২’-এর নতুন মুক্তিপ্রাপ্ত আইটেমে বলিউড প্রথম দেখল ছোটপর্দার নাগিনীর হিলহিলে আইটেম ডান্স!

mouniroy1_web
ভিডিওয় দেখা যাচ্ছে, কোনও এক পার্টি, সম্ভবত ব্যাচেলর পার্টিতে যোগ দিয়েছেন ছবির দুই নায়ক আদিত্য শীল আর অসীম গুলাটি। সঙ্গে রয়েছেন নায়িকা নেহা শর্মাও। ভিডিও শুরুও হচ্ছে নায়িকার শরীরী বিভঙ্গ দিয়ে। কিন্তু, দেখতে না দেখতে ডান্স ফ্লোর চলে যাচ্ছে মৌনি রায়ের দখলে। স্বাভাবিক, তিনি-ই তো ছবির আইটেম গার্ল!

Advertisement

mouniroy2_web
এর পর শুধু মুগ্ধ হয়ে মৌনিকে দেখার পালা। তাঁর নাগিনী অবতারের কথা মাথায় রেখেই কোরিওগ্রাফার সাজিয়েছেন প্রত্যেকটা ডান্স স্টেপ। লাস্যে, হাস্যে, শরীরের মোচড়ে বাজিমাত করেছেন মৌনি। খুব সাবলীল ভাবে তিনি শুট করেছেন গোটা আইটেম! কে বলবে, পুরোটাই তাঁর অভিনয়!

mouniroy3_web
বিশ্বাস না হলে ক্লিক করে দেখে নিন নিচের এই ভিডিওয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement