Advertisement
Advertisement

Breaking News

Aindrila Sharma

ঐন্দ্রিলার মৃত্যুর পর অভিনেত্রীর ফেসবুক ব্যবহার করছেন মা শিখা শর্মা! ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ

জবাবে কী বললেন শিখা শর্মা?

Mother of actress Aindrila Sharma faces sarcasm on social media | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 12, 2023 8:29 pm
  • Updated:January 12, 2023 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছিল ছবি-ভিডিও। যার জেরে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ঐন্দ্রিলার মা শিখা শর্মা। যদিও সোশ্যাল মিডিয়াতেই কটাক্ষের জবাবও দিয়েছেন তিনি।

Bengali Actress Aindrila sharmas mother shikha sharma also fighting with cancer

Advertisement

বহু চেষ্টার পরও লাভ হয়নি। ক্যানসারের কাছে অবশেষে হার মানতেই হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। ২০ নভেম্বর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তারপর অনেকগুলো দিন পেরিয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিদিন প্রতিমুহূর্তে মেয়ের কথাই ভেবে চলেছেন মা শিখা শর্মা। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়মিত পোস্ট করেছেন তাঁর ঐন্দ্রিলা ও সব্যসাচীর ছবি, বিশেষ মুহূর্ত। এরই মাঝে দিন কয়েক আগে হঠাৎ ফেসবুকে দেখা যায়, ‘অ্যাকটিভ ঐন্দ্রিলা শর্মা’। প্রয়াত অভিনেত্রীর প্রোফাইল থেকে পোস্ট করা হয় একটি ভিডিও। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন তৈরি হয় যে, কে ব্যবহার করছেন প্রোফাইলটি। এরপর আরও একটি ছবি পোস্ট করা হয় ওই প্রোফাইল থেকে। তারপর জানা যায়, ঐন্দ্রিলার প্রোফাইলটি ব্যবহার করছেন তাঁর মা।

 

[আরও পড়ুন: লাগাতার অশান্তি বিশ্বভারতীতে, সমস্যা সমাধানে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ বিশ্বের শিক্ষাবিদরা]

দ্বিতীয় ছবিটি পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন ঐন্দ্রিলার মা। কেউ লিখেছেন, ” যিনি অ্যাকাউন্ট অপারেট করছেন তিনি যদি সব্যসাচী না হয়ে থাকেন তাহলে সব্যসাচীর মনের অবস্থা কি হচ্ছে বুঝতে পারছেন? বারবার পুরনো স্মৃতি উস্কে দিয়ে আপনি ওনার জীবন  অতিষ্ঠ করে তুলছেন।” কেউ বলেছেন, “দয়া করে মৃত মানুষের অ্যাকাউন্ট চালাবেন না। প্রিয় ঐন্দ্রিলা যেখানেই আছে ভাল থাকুক।” জবাবে ঐন্দ্রিলার মা বলেছেন, “আমি একজন সন্তানহারা মা। এমন কিছু বলো না যাতে আমি কষ্ট পাই। তোমার পছ্ন্দ না হলে এই পোস্ট এড়িয়ে যাও।” তবে কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করলেও ঐন্দ্রিলার অ্যাকাউন্ট অ্যাকটিভ দেখে খুশি বেশিরভাগ অনুরাগীা।

 

[আরও পড়ুন: পিকনিকেও চরম অন্তর্দ্বন্দ্ব! বনগাঁয় ৫০০ মিটারের মধ্যে আলাদা বনভোজন বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement