Advertisement
Advertisement

Breaking News

ফিট থাকতে সানির ‘স্পেশাল’ ব্যায়াম, ভাইরাল ভিডিও

এরকমভাবে সানি লিওনকে আপনি আগে হয়তো দেখেননি, থাকল ভিডিও।

Morning motivation vibes key to Sunny Leone's beauty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2017 12:57 pm
  • Updated:March 13, 2017 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে সাদরে পালিত হচ্ছে হোলি। বাদ যাননি বলিউড সেলেবরাও। কিন্তু হোলির দিন ভক্তদের অন্য একটি উপহার দিলেন প্রাক্তন পর্ন তারকা সানি লিওন।

নিজের সৌন্দর্যের জন্য বরাবরই বিখ্যাত সানি। লাস্যময়ী চেহারার প্রতি অনেকেই আকর্ষিত হন। কিন্তু জানেন কী তিনি কীভাবে নিজেকে এতটা সুস্থ রাখেন? এদিনই টুইটারে নিজের প্রোফাইলে আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি ব্যায়াম করছিলেন। সঙ্গে লেখেন, ‘এই কাজই সকালে আমাকে অনুপ্রেরণা জোগায়।’ এদিন হায়দরাবাদে সানি লিওনের একটি শোও রয়েছে। টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন।

Advertisement

এর আগে নারী দিবসের দিন পরিচালক রাম গোপাল বর্মা সানি লিওনকে উল্লেখ করে টুইট করেন। ‘পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক।’ রামুর এই টুইটের পরেই বিতর্ক সৃষ্টি হয়। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন রাম গোপাল বর্মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement