স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল মুনমুন সেন। ছবি- সায়ন্তন ঘোষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী ভরত দেববর্মাকে হারিয়ে শোকস্তব্ধ মুনমুন সেন (Moon Moon Sen Husband Death)। শোকে বিহ্বল দুই মেয়ে রাইমা ও রিয়াও। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন ভরত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুল্যান্স আসার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এই সময় দিল্লিতে ছিলেন মুনমুন সেন ও রাইমা। ভরত দেববর্মার মৃত্যুর খবর পেয়েই কলকাতার জন্য পাড়ি দেন। মঙ্গলবার ৪ টে নাগাদ কলকাতায় আসেন। কলকাতার বাড়িতে ছিলেন ভরত-মুনমুনের ছোট মেয়ে অভিনেত্রী রিয়া।
সংবাদমাধ্যমের কাছে মুনমুন জানান, ”সকলকে আগলে রাখতেন। আমাদের জীবনটাই বদলে যাবে।” রাইমার কথায়, ”বাবার অভাব তো অবশ্যই অনুভব করব। একটাই দুঃখ তাঁর শেষ সময়ে কাছে থাকতে পারলাম না। ”
ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভরতের জীবনে আসে রিয়া। বিয়ে ও দুই সন্তানের জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন। আটের দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রাকন্যা।
২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন তারকা। সামলান বাঁকুড়ার সাংসদপদ। অভিনয় হোক বা রাজনৈতিক কেরিয়ার, বরাবর স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা। রিয়া-রাইমার কাছে তিনি ‘বেস্ট ড্যাড’।
গত ২৮ সেপ্টেম্বর ছিল ভরত দেববর্মার জন্মদিন। সেদিন বাবার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে রাইমা সেন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা, তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তুলেছো। এখনও এত ফুরফুরে মনের মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনা রইল।’ এর পরই বাবাকে ভালোবাসা জানিয়ে হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লেখেন, ‘বেস্ট ড্যাড এভার।’ বাবাকে ‘অরিজিনাল রকস্টার’-এর খেতাবও দিয়েছিলেন রাইমা। ‘ফাদার্স ডে’তেও বাবার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাইমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.