model turned nun sofia hayat gets swastika tattoo on her feet
মোক্ষলাভের পরিণতি, এমনই কাণ্ড ঘটালেন সোফিয়া
প্রাক্তন মডেল তথা বর্তমান সন্ন্যাসিনীর দাবি, তিনি ঈশ্বরের সমতুল্য৷
Advertisement
Published by: Sangbad Pratidin Digital
Posted:February 21, 2017 1:58 pm
Updated:February 21, 2017 1:58 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মোক্ষলাভ করেছেন৷ এই বোধদয়ের ফলে তিনি এখন ভগবান বুদ্ধর সমগোত্রীয়৷ তাই ঈশ্বরের মতো নিজের পায়ে স্বস্তিক চিহ্ন এঁকেছেন মডেল টার্নড সন্ন্যাসিনী সোফিয়া হায়াত৷ নিজের এই ‘মহান’ কীর্তি ইনস্টাগ্রামের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন সোফিয়া৷
A post shared by Sofia Hayat. (Gaia Mother) (@sofiahayat) on
বেশ কিছুদিন হল পৃথিবীর যাবতীয় ভোগ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সোফিয়া৷ তবে মাঝে মধ্যেই নিজের আধ্যাত্মবাদের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় করে থাকেন৷ বিশেষ করে ইনস্টাগ্রামে৷ কিছুদিন আগেই নিজেকে মাদার সোফিয়া বলে ঘোষণা করেছিলেন তিনি৷ জানিয়েছিলেন, আর কোনও সংসারের মায়া রাখবেন না৷
এবার নিজেকে ভগবান বুদ্ধর সঙ্গে তুলনা করেছেন তিনি৷ নিজেকে পবিত্র ঈশ্বরের সমতুল্য বলে দাবি করেছেন প্রাক্তন মডেল৷ তাঁর দেহে সর্বধর্মের সমন্বয় ঘটেছে, এমনটাই মনে করেন সোফিয়া৷ তাই নিজের পায়ের তলায় স্বস্তিক চিহ্ন এঁকেই ক্ষান্ত হননি তিনি৷ পায়ের উপর আলাদা করে সবধর্মের প্রতীক চিহ্ন এঁকেছেন৷ আর তা ইনস্টাগ্রামে পোস্ট করতে ভোলেননি সন্ন্যাসিনী৷ সঙ্গে বাড়তি পাওনা তাঁর ধার্মিক বাণী৷