Advertisement
Advertisement

Breaking News

তরুণী মডেলকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এই অভিনেতার বিরুদ্ধে

উঠতি মডেলের অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেয়েদের ছবি শেয়ার করা হয়৷ তারপর...

Model accuses TV actor Parth Samthaan of molestation  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 2:56 pm
  • Updated:March 27, 2017 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যৌন হেনস্তার অভিযোগ ছোট পর্দার তারকার বিরুদ্ধে৷ এবার অভিযুক্ত হিন্দি টেলিভিশনের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ পার্থ সামথানের বিরুদ্ধে৷ মুম্বইয়ের বাঙ্গুর নগর পুলিশ স্টেশনে পার্থর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ২০ বছরের এক উঠতি মডেল৷

[প্রিয়জনকে প্রকাশ্যে চুম্বন বাণীর, ভাইরাল ভিডিও]

Advertisement

এমটিভি ইন্ডিয়ার ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়ান’ সিরিয়ালের সৌজন্যে জনপ্রিয়তা পান পার্থ৷ মডেলের অভিযোগ, তার আগে থেকেই তিনি চেনেন পার্থকে৷ প্রথম থেকেই নানা বাহানায় নাকি তরুণীকে যৌন সংসর্গের প্রস্তাব দিতেন অভিনেতা৷ অভিনেত্রী তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন৷ তারপরও নাকি নানা ভাবে উত্যক্ত করা হত৷ মদ্যপ পার্থ নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণও করেছিলেন একবার৷ পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন৷ তাই তিনি অভিনেতাকে ক্ষমা করে দিয়েছিলেন৷

[এবার Jio প্রাইম গ্রাহকরা ফ্রি-তে পাবেন ১২০ জিবি 4G ডেটা]

তরুণীর অভিযোগ, এরপরও পার্থ শোধরায়নি৷ হোয়াটসঅ্যাপে পার্থের বন্ধুদের একটি গ্রুপ রয়েছে৷ যেখানে মেয়েদের ছবি শেয়ার করে অশালীন মন্তব্য করা হয় নানাভাবে৷ এমনকী, মেয়েদের ফোন নম্বরও শেয়ার করা হয়৷ জানুয়ারি মাসেই কিছু অশালীন ফোন পেতে শুরু করেন উঠতি মডেল৷ প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি কী হচ্ছে তাঁর সঙ্গে৷ পরে তিনি কিছু বন্ধু মারফত সত্যিটা জানতে পারেন৷ এতদিন পর অভিযোগ দায়ের করার কারণ হিসেবে তরুণী নিজের পারিবারিক বাধ্যবাধকতার কথা বলেছেন৷ পরিবারের সম্মানের কথা ভেবেই নাকি এতদিন চুপ ছিলেন তিনি৷ কিন্তু পরে ঠিক করেন যাই হোক, বিচার তাঁর চাই৷

[জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?]

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পার্থ সামথান৷ তাঁর পাল্টা অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি৷

Untitled-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement