Advertisement
Advertisement

Breaking News

ছবি মুক্তি নিয়ে হল মালিকদের হুমকি এমএনএস-এর

এমএনএস-এর তরফে হল মালিকদের হুমকি দিয়ে টুইটারে একটি পোস্ট করা হয়েছে৷

MNS threatens multiplex owners on releasing on ADHM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 8:38 pm
  • Updated:October 18, 2016 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তি নিয়ে জট বেড়েই চলেছে৷ একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিচালক করণ জোহরের এই ছবিকে৷ এবার ছবি মুক্তি নিয়ে সিনেমা হলের মালিকদের প্রকাশ্যে হুমকি দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷

এমএনএস-এর তরফে হল মালিকদের হুমকি দিয়ে টুইটারে একটি পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, “পাকিস্তানি অভিনেতারা রয়েছেন, এমন কোনও ছবি হলে প্রদর্শন করা চলবে না৷ হল মালিকরা যেন এসব থেকে দূরে থাকেন৷ নাহলে দেখে নেব, তাঁদের কাচের দেওয়াল কতটা মজবুত৷”

Advertisement

চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর৷ ছবিতে অভিনয় করেছেন পাক তারকা ফওয়াদ খান৷ ভারত-পাক যুদ্ধের আবহে তাই কোনওভাবেই এই ছবি মুক্তি হতে দিতে চায় না এমএনএস৷ এদিকে নির্বিঘ্নে ছবি মুক্তির অনুরোধ জানিয়ে মুম্বই পুলিশের সঙ্গে কথা বলেন ছবির প্রযোজকরা৷ পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়৷ আর তারপরই রাজ ঠাকরের দলের পক্ষ থেকে এমন হুমকি এল৷

এর আগে এমএনএস-এর কাছে পাক শিল্পী অভিনীত ছবি ভারতের মাল্টিপ্লেক্সে মুক্তির অনুরোধ জানিয়েছিল ইমপা বা ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশন৷ পুলিশ অনুমতি দিলেও রাজ ঠাকরের পার্টির কাছ থেকে সবুজ সঙ্কেত মেলেনি৷ তাই তারকাখচিত এই ছবির মুক্তি আপাতত বিশ বাঁও জলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement