Advertisement
Advertisement

Breaking News

রইস-এর মুক্তি নিয়ে শাহরুখদের তোপ মহারাষ্ট্র নবিনর্মাণ সেনার

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে শাহরুখ শিবিরের যে সংঘাত শুরু হল সেরকমটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

MNS Threatens Farhan Akhtar regarding release of Raees
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 6:04 pm
  • Updated:August 10, 2022 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা টাকা নিতে নারাজ৷ তাই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফতোয়া মেনে ত্রাণ তহবিলে টাকা দিতে চাননি রইস-এর প্রযোজক ফারহান আখতার৷ তাঁর এই সিদ্ধান্তে বিপাকে পড়ার সম্ভাবনা ছিল৷ প্রত্যাশামতোই রাজ ঠাকরের দলের ক্ষোভের মুখে পড়লেন তিনি৷

ছবিতে পাক শিল্পী থাকলে প্রতি প্রযোজককে সেনা তহবিলে পাঁচ কোটি জমা দেওয়ার ফতোয় দিয়েছিল রাজ ঠাকরের দল৷ সেই ফতোয়া মেনেই মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ কিন্তু সেনার অভ্যন্তর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল৷ রাজ ঠাকরের ফতোয়ায় মোটেও খুশি হননি সেনা কর্তারা৷ বরং জানানো হয়েছিল, কাউকে ঘাড়ে ধরে সাহায্য করতে বাধ্য করা উচিত নয়৷ সে কথায় সায় দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রীও৷ আর তারপরই রইস-ছবির সহ-প্রযোজক হিসেবে পাঁচ কোটি টাকা দিতে অস্বীকার করেন ফারহান আখতার৷ তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি জানান, “ছবি মুক্তির সময় এলেই এ ব্যাপারে দেখে নেওয়া হবে৷ যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন এরা কোথায় ছিল? এখন হঠাৎ করে সবাই জেগে উঠেছে৷”

Advertisement

ফারহানের যুক্তি ছিল, প্রশাসনের তরফে যদি এই নির্দেশ দেওয়া হত তাহলে তা পালন করা হত৷ কিন্তু সরকার এরকম কোনও নির্দেশ দেয়নি৷ খোদ সেনাও টাকা নিতে চায় না৷ তাহলে টাকা দেওয়ার প্রশ্ন উঠছে কোথায়৷ কিন্তু তা মানতে নারাজ রাজ ঠাকরের দল৷ এর ফলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে শাহরুখ শিবিরের যে সংঘাত শুরু হল সেরকমটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement