সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। বছর তিনেক আগে বাবাকে হারিয়েছেন অভিনেতা। এবার মাকেও হারালেন। মিঠুনের মা শান্তিরানি দেবী, অভিনেতার সঙ্গে মুম্বইতেই থাকতেন তিনি। খবর অনুযায়ী, বার্ধক্যজনীত সমস্যায় ভুগছিলেন তিনি।
কলকাতার জোড়াবাগান এলাকায় চার ভাই-বোন এবং মা-বাবার সঙ্গেই থাকতেন মিঠুন। জীবনে প্রতিষ্ঠীত হওয়ার লড়াইয়ে বরাবরাই মাকে পাশে পেয়েছিলেন। কলকাতা থেকে মাকে মুম্বইয়েও নিয়ে যান তিনি। ছেলে যেখানে প্রতিষ্ঠীত, যে শহরে ছেলের স্বপ্নপূরণ, সেই শহরেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন শান্তিরানি দেবী।
খবর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আগে সংবাদ মাধ্যমকে মিঠুনের ছোট ছেলে নমশি জানিয়েছেন, ”ঠাকুমা আর নেই।”
মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2023
মিঠুনের মায়ের মৃত্যুর খবর পেয়ে টুইটে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’’
ইদানিং টেলিপর্দায় ডান্স বাংলা ডান্স শোয়ের বিচারকের দায়িত্ব কাঁধে নিয়েছেন মিঠুন। সম্প্রতি এই শোয়ের বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন তিনি। ছোটবেলার নস্ট্যালজিয়ায় ভেসে মায়ের গল্পও করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.