Advertisement
Advertisement

জানেন, জন্মদিনটা কেমন করে কাটালেন মিঠুন চক্রবর্তী?

বাবার সম্পর্কে এই তথ্যটি ফাঁস করলেন ছেলে মহাক্ষয় নিজেই।

Mithun Chakraborty turns 67: Son Mahaakshay says dad cooks for family on birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2017 12:10 pm
  • Updated:June 16, 2017 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৭ বছরে পা দিলেন। অথচ হল না কোনও সাংবাদিক সম্মেলন কিংবা জনসমক্ষে কেক কাটা। কারণ জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে চান বলিউডের ডিস্কো ডান্সার। নিরিবিলিতে আর সকলের অলক্ষ্যে, একেবারে নিজের মতো করে। যেখানে তিনি মিঠুন চক্রবর্তী নন, পুরদস্তুর এক ফ্যামিলি ম্যান। সাদামাটা এক বাঙালি। সেই বাঙালিয়ানা বজায় রেখেই জন্মদিনটা রান্নাঘরে কাটালেন বাংলার মহাগুরু। পরিবারের সদস্যদের জন্য রান্না করলেন তাঁদের পছন্দের খাবার।

[ভদোদরা পদপিষ্ট কাণ্ডে রিপোর্ট পেশ, বড়সড় বিপাকে শাহরুখ]

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বাবার জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্য ফাঁস করেছেন স্বয়ং মিঠুন-পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। মিমোর কথায় প্রতিবারই নাকি এভাবেই জন্মদিন পালন করেন মিঠুন। বলিউডের ডিস্কো ডান্সারের রান্নার হাত নাকি ভীষণই ভাল। মিমোর দাবি, যদি কেউ তাঁর বাবার হাতের বিরিয়ানি একবার খেয়ে ফেলে জীবনে ভুলতে পারবেন না।

1

বাবার সম্পর্কে আরও তথ্য ফাঁস করেছেন মিমো। তাঁর কথায়, ব্যবসা-বাণিজ্য বেশ ভালই বোঝেন মিঠুন। এই ক্ষেত্রে তাঁর নেওয়া সমস্ত সিদ্ধান্তই লাভকর হয়ে থাকে। একই সঙ্গে বাগান কিংবা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বেশ ভাল জ্ঞান রয়েছে ‘মিঠুনদা’র। গাছ সম্পর্কে খুব ভাল জানেন তিনি। সমান দক্ষতা রয়েছে জ্যোতিষ বিজ্ঞানেও। হ্যাঁ, জ্যোতিষ বিজ্ঞান নিয়ে রীতিমতো চর্চা করেন মহাগুরু। আর কারও ভবিষ্যত সম্পর্কে যা বলেন, তা নাকি বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়।

[সবাইকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে প্রিয়াঙ্কা]

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই প্রচারের আলো থেকে দূরে রয়েছেন মিঠুন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল পরিচালক নীতীশ রায়ের ‘জলে জঙ্গলে’ ছবিতে। তারপর থেকে একপ্রকার অজ্ঞাতবাসেই দিন কাটাচ্ছেন কিংবদন্তি অভিনেতা। এখন পরিবারই তাঁর কাছে সবকিছু। আর ছেলেমেয়েদের সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন। জন্মদিনটাও তাই সেভাবেই কাটালেন তিনি।

[লন্ডনে শুটিং নিয়ে সংঘাতে ফেডারেশন ও টলিপাড়ার প্রযোজকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement