Advertisement
Advertisement

Breaking News

লাইমলাইটে এসেই কটাক্ষের শিকার, নেটিজেনদের পালটা দিলেন শাহিদ পত্নী

ব্যাপারটা কী?

Mira Rajput replies to trolls over ad row
Published by: Sayani Sen
  • Posted:September 3, 2018 7:15 pm
  • Updated:September 3, 2018 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন চলছিল৷ বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল শাহিদ পত্নী মীরারও নাকি রূপোলি পর্দায় অভিষেক ঘটবে৷ অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল৷ বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়েই লাইমলাইটে চলে এলেন মীরা৷ সপ্তাহদুয়েক আগেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর৷ একটি বিখ্যাত সংস্থার অ্যান্টি এজিং ক্রিমের  বিজ্ঞাপনেই দেখা গিয়েছিল মীরা রাজপুতকে৷

[আজ শুরু ‘কৌন বনেগা ক্রোড়পতি’, জানেন কী চমক থাকছে?]

যদিও শুরুটা তেমন জমল না মিসেস শাহিদ কাপুরের৷ অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপন করে নেটদুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে৷ কেউ বলেন, মেয়েরা যে কুড়িতেই বুড়ি হয়ে যায়, তা নাকি আরও একবার মাত্র বাইশ বছর বয়সি মীরার বিজ্ঞাপনে প্রমাণিত হল৷ নেটিজেনদের একাংশ যদিও দাবি করেন  মীরা আদৌ ওই ক্রিম ব্যবহার করেন না৷ সেই বক্তব্যকে আবার হাতিয়ার করেন অনেকেই৷ কেউ কেউ পালটা টুইটে বলেন, ব্যবহার না করলে ওই অ্যান্টি এজিং ক্রিমের গুণাগুণ নিয়ে এত নিশ্চিত হচ্ছেন কীভাবে? কেউ কেউ আবার এই বিজ্ঞাপনগুলিকে ভিত্তিহীন বলতেও দ্বিধা করেননি৷

Advertisement

[দেনা প্রায় ১০ লক্ষ ডলার, দেউলিয়া হওয়ার জোগাড় প্রিয়াঙ্কার হবু শ্বশুরের]

প্রথম সন্তান সবেমাত্র দু’বছরের গণ্ডি ছুঁয়েছে৷ আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন মীরা ও শাহিদ৷ নেটিজেনদের সমালোচনায় দমার পাত্রী নন মীরা৷ অনেক সমালোচনা শোনার পর নেটিজেনদের পালটা দেওয়ার পালা৷ ইনস্টাগ্রাম ও এক সাক্ষাৎকারে নেটিজেনদের সমালোচনার উত্তর দিলেন মীরা৷ নেটিজেনদের জবাব দিতে ওই বিখ্যাত সংস্থার অ্যান্টি এজিং ক্রিম হাতে নিয়ে একটি সেলফি পোস্ট করলেন শাহিদ ঘরণী৷ সঙ্গে ওই ক্রিমের গুণাগুণও নিয়ে ব্যাখ্যা দেন তিনি৷ মীরা লেখেন, নীরবে একজন মা তাঁর সমস্ত শক্তি, পরিশ্রম ব্যয় করে সন্তানদের জন্য কত কি না করেন৷ ওই ক্রিম ব্যবহারের জন্য মায়েদের পরামর্শও দেন তিনি৷ নিজেও তিনি ঘুম থেকে উঠে সকালে ওই ক্রিম ব্যবহার করেন বলে উল্লেখ করেন৷ নিজের ত্বকের যত্ন নিতে ওই ক্রিম ব্যবহার করতে ভুলবেন না বলেও জানান মীরা রাজপুত৷  

[সাসপেন্সে মোড়া ‘অন্ধা ধুন’ ছবির ট্রেলার, নয়া ভূমিকায় আয়ুষ্মান]

সাক্ষাৎকারে তিনি বলেন,  সোশ্যাল মিডিয়া সবার মতামত প্রকাশের জায়গা৷ তাই সেখানে কে কী বলল, তাতে কিছু যায় আসে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement