সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা শহরে পুলিশ অফিসার খুন! দোষী কারা? তাদের শাস্তি কি হবে? এই প্রশ্নের উত্তর মিলবে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনয় করেছেন আইনজীবী পৃথার চরিত্রে। বিরোধী পক্ষের দুঁদে উকিল আবার জয়রাজ অর্থাৎ টোটা রায়চোধুরী (Tota Roy Choudhury)। দুজনের টানটান আইনি লড়াইয়ের আভাস পাওয়া গেল ট্রেলারে।
মিমি চক্রবর্তীর ওয়েব ডেবিউয়ের জল্পনা আগেই শোনা গিয়েছিল। তাতে সিলমোহর পড়ে ‘যাহা বলিব সত্য বলিব’র ফার্স্টলুকে। সেখানেই আইনজীবীর লুকে মিমি ও টোটাকে দেখা যায়। এর আগে অরিন্দম শীল পরিচালিত ‘ধনঞ্জয়’ ছবিতে কালো কোট গায়ে চড়িয়েছিলেন মিমি। বাস্তব অবলম্বনে তৈরি সেই সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবারও ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজের ভিত বাস্তবের কিছু ঘটনা।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন চন্দ্রাশিস। করোনা পরিস্থিতিতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য অভিনীত ‘নিরন্তর’ ছবিটিরও পরিচালক ছিলেন তিনি। এবার ‘যাহা বলিব সত্য বলিব’র দায়িত্ব সামলেছেন। ট্রেলার দেখে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে। তাতে ক্রাইম থ্রিলার এই সিরিজে কোর্টরুমের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এজলাসের মধ্যেই মিমি আর টোটার চরিত্রের দুরন্ত লড়াই দেখা যাচ্ছে। আখেরে সত্য-মিথ্যার এই লড়াইয়ে কে জিতবে? প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ৫ জানুয়ারি। সেদিন থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘যাহা বলিব সত্য বলিব’। মিমি-টোটা ছাড়াও সিরিজে রয়েছেন অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রোহিত সৌম্যর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.