সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অনুষ্ঠানের প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত হল। প্রমোশন করতে হয়ে পাকিস্তানকে নিজেদের বলে বেজায় বিপাকে গায়ক মিকা সিং। নেটিজেনরা তীব্র সমালোচনা বিদ্ধ করেছেন তাঁকে।
ঘটনাটা কী?
[ মুক্তি পেল ‘জব হ্যারি মেট সেজল’, বাজিমাত করতে পারলেন ‘বাজিগর’? ]
১২ ও ১৩ আগস্ট শিকাগো ও হিউস্টনে অনুষ্ঠান করার কথা মিকার। সে অনুষ্ঠানের কথা মিকা টুইটারে নিজেই জানিয়েছিলেন। মিকার একটি ভিডিও পোস্ট করেছিলেন অনুষ্ঠানের সংগঠকরা। সেখানে মিকা বলেছেন, ‘১৫ আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল। আর ১৪ আগস্ট স্বাধীনতা পেয়েছিল আমাদের পাকিস্তান।’ এই ভিডিও নিয়েই যত গোলযোগের সূত্রপাত। কী করে পাকিস্তানকে নিজেদের বলতে পারলেন গায়ক, তা নিয়েই উঠেছেন প্রশ্ন। মিকার এই বার্তা পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ভারত। তাঁদের দাবি, কী করে গায়ক পাকিস্তানের স্বাধীনতা দিবস সেলিব্রেশনের কথা বলতে পারেন? মিকা কি জানেন না, পাকিস্তানের সন্ত্রাসের কারণে প্রতিদিন কত জওয়ানের মৃত্যু হচ্ছে, প্রশ্ন নেটিজেনদের। অপর এক নেটিজেন জানান, সবই টাকার মায়া। টাকার জন্য এঁরা যা খুশি করতে পারেন বলেই মত অনেকের।
Be ready to rock with me ..Housten and chicago…. I’m coming to rock you guys Jai hind:) pic.twitter.com/nTbvpF1g7P
— King Mika Singh (@MikaSingh) August 1, 2017
ইতিহাসের বিভাজন মেনেই আলাদা হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। কিন্তু তারপর থেকে যত চেষ্টাই করা হোক না কেন, কিছুতেই এক হতে পারেনি দুই দেশ। বর্তমানে সম্পর্ক তো প্রায় তলানিতে। যতই কূটনৈতিক চেষ্টা করা হোক পাকিস্তানের নাশকতা ও সন্ত্রাস অব্যাহত। এই পরিস্থিতিতে ভারতীয় কোনও গায়ক পাক স্বাধীনতা দিবস সেলিব্রেশনের ডাক দিচ্ছেন, এ জিনিস কিছুতেই মেনে নিতে পারেননি মিকা। আর তা নিয়ে জমেছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের জোরাল মাধ্যম হয়ে উঠেছে। আর সেখানে বিন্দুমাত্র ছাড় পাননি মিকা।
Shame on u @MikaSingh 😡😡😡😡u r supporting a country which has killed thousands of our civilians & army men….You r a disgrace #MikaSingh https://t.co/s9JCXdXNFZ
— Rudra k (@lord_mahakaal) July 22, 2017
Either attention seeking or bought out. Can’t think of a 3rd option.
— sangeeta singh (@sangeetasingh77) July 23, 2017
[ ৪৫ বছর বয়সেও নগ্ন ফটোশুটে নেটদুনিয়ায় ঢেউ তুললেন এই অভিনেত্রী ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.