Advertisement
Advertisement

Breaking News

পানীয়তে মাদক মিশিয়ে ‘ধর্ষণ’, #MeToo তালিকায় জুড়ল সুভাষ ঘাইয়ের নাম

অভিযোগ অস্বীকার পরিচালকের৷

#MeToo: Subhash Ghai denies abuse allegation
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2018 4:02 pm
  • Updated:October 12, 2018 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বইছে #MeToo ঝড়৷ সেই তালিকায় এবার জুড়ল সুভাষ ঘাইয়ের নাম৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷ টুইটারে নিগৃহীতার পোস্টটি শেয়ার করেছেন মহিমা কুকরেজা৷  মহিমাই গত সপ্তাহে কৌতুক অভিনেতা উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন৷

[বিয়ের নামে প্রতারণা করেছে হৃতিক, ফের বিস্ফোরক কঙ্গনা]

ওই মহিলার অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় পান করান৷ অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ এরপর বর্ষীয়ান পরিচালক ওই মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ নির্যাতিতার দাবি,  ঘটনাটি সুভাষ ঘাইয়ের সহকারী এক পরিচালক ও অন্য দুই মহিলাকে জানিয়েছিলেন৷ কিন্তু,  আর্থিক নিরাপত্তাহীনতার কারণে বলিউডের পরিচালকের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি৷ তিনি জানিয়েছেন, রাতে অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নামে এক মহিলাকে গাড়িতে তোলেন পরিচালক৷ চলন্ত গাড়িতেই চলে মদ্যপান৷ ওই মহিলাও ঠাণ্ডা পানীয় খেয়েছিলেন৷  কিন্তু, ঠাণ্ডা পানীয়ে মাদক মেশানো ছিল৷ অচৈতন্য অবস্থায় হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন সুভাষ ঘাই৷  

Advertisement

[অশ্লীলভাবে হাঁটু স্পর্শ করেছিলেন কৈলাস, বিস্ফোরক গায়িকা সোনা]

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক সুভাষ ঘাই৷ তাঁর দাবি, #MeToo ঝড়ের মাঝে এখন সকলেই কারও না কারও নামে কুৎসা রটাচ্ছেন৷ অতীতের কোনও ঘটনাকে মিথ্যা রং চড়িয়ে ভুয়ো অভিযোগ আনাই এখন ফ্যাশন বলে অভিযোগ পরিচালকের৷ সুভাষ ঘাই বলেন, ‘‘মহিলাদের সম্মান করার পরেও কেনও আমার বিরুদ্ধে এই অভিযোগ উঠল, তা বুঝতে পারছি না৷’’ বর্ষীয়ান পরিচালকের দাবি, কারও অভিযোগ থাকলে সোশ্যাল সাইটে নয়৷ সরাসরি আদালতে গিয়ে সাক্ষ্যপ্রমাণ সহযোগে মামলা করা উচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement