Advertisement
Advertisement

Breaking News

#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার  

'আমাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছিলেন৷'

#MeToo: Abhijeet Bhattacharya accused of sexual harassment
Published by: Monishankar Choudhury
  • Posted:October 10, 2018 11:06 am
  • Updated:October 10, 2018 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমার কান চুষছিলেন তিনি৷ জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছিলেন৷’ এমনটাই অভিযোগ এক বিমানসেবিকার৷ তাঁর নিশানায় গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷

[দেবীপক্ষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বাড়ল সরকারি কর্মীদের ছুটি]

Advertisement

#MeToo ক্যাম্পেনে একের পর এক ঝুলির বিড়াল বেরিয়ে আসছে বলিউডের৷ নেতা থেকে অভিনেতা, বাদ পড়েননি কেউই৷ এম জে আকবর থেকে শুরু করে নানা পাটেকর, তালিকা বেড়েই চলেছে৷ এবার সেই লিস্টে নাম জুড়ল অভিজিতের৷ ওই গায়কের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন এক বিমানসেবিকা৷ তাঁর দাবি, ঘটনাটি প্রায় ২০ বছর আগের৷ কলকাতার একটি পানশালায় তাঁর উপর হামলে পড়েন অভিজিৎ৷ জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন৷ মুখ দেন কানেও৷ তবে অভিযোগ জানালেও, এখনও পর্যন্ত অভিজিতের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করেননি ওই বিমানসেবিকা৷ এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই গায়ক৷ পালটা কটাক্ষ করে অভিজিত বলেন, “তখন আমার জন্মই হয়নি৷ আমি জীবনে কোনওদিন পানশালায় যাইনি৷ পেজ-৩ পার্টিগুলিতেও আমাকে দেখতে পাবেন না৷ আজকাল মোটা, রোগা, কুৎসিত মেয়েরা এসব অভিযোগ এনে শিরোনামে আসার চেষ্টা করছে৷ তবে কেউ যদি আমার নাম ভাঙিয়ে অন্নসংস্থান করে তা হলে তাই সই৷” তবে মুখে যাই বলুন না কেন, অভিজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক যৌন হেনস্তার অভিযোগ রয়েছে৷

উল্লেখ্য, গতবছর অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে মুখ খোলেন হলিউডের প্রথমসারির নায়িকারা। যৌন হেনস্তার বিরুদ্ধে শুরু হয় #MeToo ক্যাম্পেন৷ লালসার বিকৃত রূপ বেরিয়ে আসে বলিউডেও৷ মুখ খোলেন স্বরা ভাস্কর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালানের মতো অনেকেই৷ সম্প্রতি নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিযোগের আঙুল উঠেছে রাজনীতিবিদ এম জে আকবরের বিরুদ্ধেও৷ সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল৷ ‘নির্যাতিতাদের’ দাবি, প্রভাব খাটিয়ে ঠিক পার পেয়ে যায় অভিযুক্তরা৷ পালটা ওপর পক্ষের জবাব, শিরোনামে আসার জন্যই এই সমস্ত অভিযোগ আনা হচ্ছে৷

                                [অবাক কাণ্ড! রুইয়ের পেট থেকে বেরল সোনার নথ ]                                                              

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement