Advertisement
Advertisement

Breaking News

‘মেন্টাল হ্যায় কেয়া’-র ফার্স্ট লুকে চমকে দিলেন কঙ্গনা-রাজকুমার

ছবিটি দেখলেই বুঝবেন পাগলামো কাকে বলে!

Mental Hai Kya first look
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2018 7:34 pm
  • Updated:March 5, 2018 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত আর রাজকুমার রাওয়ের অভিনয় প্রতিভা নিয়ে তাঁদের দর্শকদের মনে কোনও সন্দেহ যে নেই, তা ২০১৪ সালে তাঁদের অভিনীত ছবি ‘ক্যুইন’-এর জনপ্রিয়তা দেখেই বোঝা যায়। আর এবার সেই জনপ্রিয় জুটি আবার আসতে চলছে তাঁদের আগামী ছবি ‘মেন্টাল হ্যায় কেয়া’ নিয়ে। ছবির ফার্স্ট লুক দেখে আপনি চমকে যাবেন। জানেন কেন?

[নায়ক না জঙ্গি? রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির ‘কবীর’-এর টিজার]

Advertisement

সোমবার সকাল সকাল একতা কাপুর তাঁর টুইটার হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন তাঁদের বালাজি মোশন পিকচার্সের পরবর্তী ছবির কথা। সেখানেই ছবির ফার্স্ট লুক প্রকাশ করে জানিয়ে দিলেন ‘মেন্টাল হ্যায় কেয়া’-তে আবার একত্রিত হতে চলেছেন কঙ্গনা ও রাজকুমার। কিন্তু এই ছবিতে দু’জনকেই দেখা যাবে অদ্ভুত দু’টি চরিত্রে। কঙ্গনা এখানে এমন একজন মেয়ের চরিত্রে অভিনয় করবেন, যে নাকি সাধারণ হয়েও সাধারণ নয়। সবসময় নাকি যার পাগলামোই করতে ইচ্ছে করে। আর গোটা সিনেমায় কঙ্গনার এই পাগলামোর সঙ্গী হন রাজকুমার রাও। কীভাবে এত কিছু ঘটে তা দেখার জন্য অবশ্যই ছবিটির মুক্তির দিন অবধি অপেক্ষা করতে হবে। তবে তাঁদের পাগলামির একঝলক আপনি পেয়ে যাবেন যদি আপনি একতা কাপুরের শেয়ার করা টুইটার পোস্টটি  দেখেন।

 

সিনেমা প্রসঙ্গে একতা কাপুর বলেছেন, ‘আমি চেয়েছিলাম আমাদের সকলের মধ্যে লুকিয়ে থাকা পাগল মনটাকে বের করে আনতে। আর সেটাই এবার ‘মেন্টাল হ্যায় কেয়া’-র মধ্যে দিয়ে সকলের সামনে তুলে ধরতে পারব।’ আবার কঙ্গনা বলেছেন, আমি তো এমনিতেই পাগল। তাই এই চরিত্রটা করতে আমার বেশ মজা লাগবে। আর রাজকুমারের মতো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। সেটা ওর সঙ্গে যে কাজ করেছে, একমাত্র সেই বুঝবে।

[৯০ তম অস্কারে অদ্ভুত প্রেমের জয়, সেরা ‘দ্য শেপ অফ ওয়াটার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement