Advertisement
Advertisement

সুপার মডেল থেকে সন্ন্যাসিনী!

সত্যি! না মিথ্যে! ‘মাদার সোফিয়া হায়াত’-এর ছবি দেখে নেটদুনিয়ার চারদিকে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই৷ একসপ্তাহের মধ্যে ভোলবদলে সুপার মডেল থেকে সন্ন্যাসিনীর রূপ ধারণ করেছেন এই বলি বিউটি৷ সিজলিং সোফিয়ার নতুন রূপ দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের৷

Meet Mother Sofia: Former Bigg Boss contestant Sofia Hayat turns a nun
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 1:01 pm
  • Updated:May 23, 2016 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি! না মিথ্যে! ‘মাদার সোফিয়া হায়াত’-এর ছবি দেখে নেটদুনিয়ার চারদিকে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই৷ একসপ্তাহের মধ্যে ভোলবদলে সুপার মডেল থেকে সন্ন্যাসিনীর রূপ ধারণ করেছেন এই বলি বিউটি৷ সিজলিং সোফিয়ার নতুন রূপ দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের৷

২০১২ সালে ভোগ ম্যাগাজিন তাঁকে দিয়েছিল ‘কার্ভি আইকন’-এর তকমা৷ ‘এফএইচএম’-এর সমীক্ষার ভিত্তিতে বিশ্বের ১০০ জন ‘সেক্সি’ মহিলার তালিকায় স্থান পেয়েছিলেন সোফিয়া৷ টিভির পর্দার তাঁকে দেখা গিয়েছিল বিগ বসের সৌজন্যে৷ রোহিত শর্মার প্রাক্তন প্রেমিকা হিসেবেও নাম উঠেছে সংবাদ মাধ্যমগুলিতে৷

Advertisement

sofia_hayat_motherco

কিন্তু, কী এমন হল? মাত্র এক সপ্তাহের মধ্যেই ইনস্টাগ্রামে নিজেকে সন্ন্যাসিনী রূপে তুলে ধরছেন সোফিয়া৷ নিজেকে ‘মাদার সোফিয়া’ বলে দাবি করে দিচ্ছেন শান্তির বার্তা ৷ কারণ খুঁজতেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement