Advertisement
Advertisement

‘মহেঞ্জোদরো’-য় চমকে দিল গ্রিক-রোমান চানি!

জমকালো পোশাকের চানি তথা পূজা হেগড়েকে ছবির পোস্টারে দেখে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল৷

Meet Chaani the 'Chosen One' aka Pooja Hegde from Mohenjo Daro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 6:18 pm
  • Updated:June 16, 2016 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল আশুতোষ গোয়াড়িকরের আগামী ছবি ‘মহেঞ্জোদরো’-র দ্বিতীয় পোস্টার৷ প্রথম পোস্টারেই নজর কেড়েছিল নায়ক হৃতিক রোশনের আকর্ষণীয় লুক। তবে দ্বিতীয় পোস্টারে চমকে দিল চানি! মানে, নায়িকা পূজা হেগড়ের লুক! তাঁর ছবি নিয়েই ‘মহেঞ্জোদরো’-র দ্বিতীয় পোস্টার মুক্তি পেল৷
কেমন সেই লুক?
জমকালো পোশাকের চানি তথা পূজা হেগড়েকে ছবির পোস্টারে দেখে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল৷ তবে এই ছবি আমাদের ইতিহাস বইয়ের প্রাচীন মহেঞ্জোদরো সভ্যতার কথা মনে করায় না৷ বরং ছবির পোস্টারের পূজা হেগড়ের পোশাকে রয়েছে রোমান এবং গ্রিক পোশাকের ধাঁচ৷

Untitled
প্রাচ্যের সাজগোজের ছোঁওয়াবিহীন এমন মহেঞ্জোদরোর ঐতিহাসিক চরিত্রকে দেখলে ভীষণরকম তথাকথিত বলিউডি মনে হলেও ‘লগান’-এর মতো ছবির পরিচালক আশুতোষের থেকে বেশ অনেকটাই আশা রাখছেন দর্শকরা৷
আসলে, আশুতোষ গোয়াড়িকরের প্রত্যেকটি ঐতিহাসিক সিনেমাতেই পোশাক একটি আলাদা মাত্র যোগ করে৷ ‘যোধা আকবর’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের পোশাক, রাজস্থানি মীনাকারি ও কুন্দনের যুগলবন্দি ধ্রুপদী ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিল৷ কিন্তু পূজা হেগড়েকে পোস্টারে দেখে বোঝা যাচ্ছে না তাঁর এই অবতার দর্শকদের কতটা মহেঞ্জদরোর প্রাচীন সভ্যতার কথা মনে করাবে! পাশাপাশি প্রাচীন ভারতীয় সভ্যতা নিয়ে তৈরি সিনেমায় এমন রোমান পোশাক কতটা মন কাড়বে, তাও ঠাওর করা যাচ্ছে না!
চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি৷ তখনই বোঝা যাবে, এই মিশ্র সংস্কৃতির চানিকে কতটা গ্রহণ করতে পারবেন দর্শক আর সমালোচকরা!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement