সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী বলা যায় একে? নিয়তির পরিহাস? না কি পোয়েটিক জাস্টিস?
আসলে যে সমকামিতার কারণে আত্মহত্যা করে সব জ্বালা জুড়াতে বাধ্য হন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীনিবাস রামচন্দ্র সিরাস, সেই সমকামিতা এবং সমকামী চরিত্রে অভিনয়ই মনোজ বাজপেয়ীকে এনে দিল সেরার সম্মান। অনেক বছর পরে ফের প্রশংসিত হল তাঁর অভিনয়-ক্ষমতা! তাও বিশ্বদরবারে।
সম্প্রতি ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পেলেন মনোজ বাজপেয়ী। ‘আলিগড়’ ছবিতে অভিনয়ের জন্য। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছে যে প্রতিযোগিতায় পিছিয়ে গিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও। ‘রমন রাঘব ২.০’ ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছেন বটে, তবে তা বিশেষ বিভাগে।
খবর, এই পুরস্কার বিতরণের জন্য সেরা ছবি এবং অভিনেতা বাছাই করেছে যে জুরি বোর্ড, তার প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন মনোজ বাজপেয়ীর অভিনয়ে। নায়কের প্রভূত প্রশংসা করেছেন জুরি বোর্ডের এক সদস্য শ্যাম বেনেগালও। সবারই বক্তব্য এক- যে ভাবে মনোজ ফুটিয়ে তুলেছেন চরিত্রটিকে, তা কারও সাধ্য ছিল না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.