Advertisement
Advertisement

‘বিকিনিটাও খুলে ফেলুন’, নেটদুনিয়ায় হেনস্তার শিকার মন্দিরা

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একের পর এক সেলিব্রিটিকে এভাবেই পোশাক নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে৷

Mandira Bedi becomes the latest victim of harassment on social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 3:32 pm
  • Updated:February 3, 2017 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট ব্যবহার করে স্মার্ট হচ্ছে দেশ৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হচ্ছে আম জনতার চিন্তাধারাও৷ সমাজের এক শ্রেণির মানুষ এমনটা বিশ্বাস করলেও সেই ভাবনায় সজোরে আঘাত হানছে আরেক শ্রেণি৷ যারা নারীর পোশাক এবং চালচলন নিয়ে এখনও নানা ধরনের অশালীন মন্তব্য করতে ব্যস্ত৷ আর সোশ্যাল মিডিয়ায় সেই শ্রেণির সংখ্যা নেহাত কম নয়৷ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা থেকে শাটলার জোয়ালা গুট্টা সকলেই সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হয়েছেন৷ এবার পোশাকের জন্য নেটদুনিয়ায় সমালোচিত হলেন অভিনেত্রী মন্দিরা বেদী৷

bedi

Advertisement

(বরখাস্ত মনোজ কুমারকে ফের জেরা ইডি’র)

ক্রিকেটের সঞ্চালিকা হিসেবে জনপ্রিয় মন্দিরা বেদী গত বৃহস্পতিবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন৷ বিকিনি পরিহিতা মন্দিরাকে সুইমিং পুলে স্নান করতে দেখা যাচ্ছে সেই ছবিতে৷ আর তাতেই উঠেছে বিতর্কের ঝড়৷ একের পর এক অশালীন কমেন্ট এসে জমা হয়েছে তাঁর ওয়ালে৷ একজন লিখেছেন, “বিকিনিটাও খুলে ফেলুন৷” অন্য একজনের প্রস্তাব, “আমার সঙ্গে একরাত কাটাবেন?” আরেক নেটিজেন আবার আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, “আপনি বারবনিতা৷ এইভাবে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন! নিজেকে ১৮ বছরের তরুণী প্রমাণ করার ইচ্ছে?” এছাড়াও তাঁর শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্যে ছেয়ে গিয়েছে কমেন্ট বক্স৷

mandira

(অপারেশন টেবিলে রোগীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক)

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একের পর এক সেলিব্রিটিকে এভাবেই পোশাক নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে৷ জোয়ালা গুট্টা স্কার্ট পরে ছবি পোস্ট করায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মডেল নাকি খেলোয়াড়! আবার লাল লেহঙ্গা পরায় কট্টরপন্থী মুসলিমদের রোষের মুখে পড়তে হয়েছিল সানিয়া মির্জাকে৷ এবার সেই তালিকায় ঢুকলেন মন্দিরা৷ সভ্য সমাজের প্রশ্ন, তবে কি পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এই সব চিন্তাধারার মানুষের মতামত নিতে হবে সেলিব্রিটিদের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement