Advertisement
Advertisement

Breaking News

স্ত্রী-কে উপহার দিতে ‘সুলতান’-এর সব টিকিট কিনলেন যুবক

রিলিজের দিনই 'সুলতান' দেখতে পেয়ে এবং স্বামীর তরফ থেকে এমন মজাদার উপহার পেয়ে খুশিতে আত্মহারা স্ত্রী গীতাঞ্জলি৷

man booked an entire show of a cinema hall where 'Sultan' was screened in order to please his wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 3:25 pm
  • Updated:July 8, 2016 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইজানের ভক্তদের ইদের সবচেয়ে বড় পাওনা ‘সুলতান’৷ আর ভাইজানের ভক্তরাও তাঁরই মতো করে শিরোনাম তৈরি করছেন আনন্দে৷ সম্প্রতি স্ত্রীকে খুশি করতে সিনেমা হলের একটি শো-এর সমস্ত টিকিট বুক করলেন এক যুবক৷ হিমাচল প্রদেশের হামিরপুরের বাসিন্দা শংকর মুসাফির স্থানীয় একটি হলের ১২০ টি টিকিট কিনে ফেললেন স্ত্রী’র জন্য৷
কিন্তু হঠাৎ এমন কাণ্ড কেন করলেন ভাইজানের এই ভক্ত?
মুসাফিরের কথায়, তাঁর স্ত্রী সলমনের বড় ভক্ত৷ সলমনের কোনও ছবি তিনি বাদ দেননি৷ কিন্তু এবার ইদে স্ত্রীকে খুশি করতে চাইছিলেন শংকর৷ অন্যরকম কিছু উপহার দিতে চাইছিলেন তিনি স্ত্রীকে৷ আর তাই রিলিজের আগের দিন স্থানীয় হলের একটি শো-এর সমস্ত টিকিট কেটে ফেললেন তিনি৷ রিলিজের দিনই ‘সুলতান’ দেখতে পেয়ে এবং স্বামীর তরফ থেকে এমন মজাদার উপহার পেয়ে খুশিতে আত্মহারা স্ত্রী গীতাঞ্জলি৷
প্রঙ্গগত, গত ২ দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে সলমন খান অভিনীত ‘সুলতান’৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement