Advertisement
Advertisement

Breaking News

প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে প্রহৃত মল্লিকা শেরাওয়াত

অনুমান করা হচ্ছে, খোলামেলা স্বভাবের জন্য কোনও রক্ষণশীল সন্ত্রাসবাদী দলের আক্রমণের শিকার হয়েছেন মল্লিকা।

Mallika Sherawat tear-gassed, beaten up in her Paris apartment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 12:37 pm
  • Updated:November 18, 2016 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন মল্লিকা শেরাওয়াত। টিয়ার গ্যাস ছুড়ে নাজেহাল করে দিয়ে নায়িকা এবং তাঁর এক বন্ধুকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওই দিন প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন মল্লিকা। তাঁর নাম সিরিল অক্সেনফ্যানস। এমন সময়ে আচমকাই দরজা ঠেলে তিন জন দুষ্কৃতী অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। তাদের মুখ ছিল স্কার্ফে ঢাকা। আত্মরক্ষার কোনও সুযোগ না দিয়েই তারা মল্লিকা এবং তাঁর বন্ধুকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। ধোঁয়ায় ঘর ভরে যায়। আকস্মিক এই আক্রমণে যখন নাজেহাল নায়িকা এবং তাঁর বন্ধু, তখনই দুষ্কৃতীরা তাঁদের মারধর শুরু করে। বেশ কিছুক্ষণ নির্মম প্রহারের পর দু’জনকে ফেলে তারা অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়ে যায়।
এই প্রথম দুষ্কৃতীদের হাতে এরকম ভাবে নাজেহাল হলেও মল্লিকাকে হামলার চেষ্টা আগেও চালানো হয়েছিল। জয়পুরে ২০১৩ সালে তিনি যখন ‘ভনওয়ারি দেবী’ ছবির শুটিং করছিলেন, সেই সময়েও তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। সে বার অবশ্য নায়িকা আত্মরক্ষা করতে সমর্থ হন, ঠিক সময়ে পালিয়ে যেতে পেরেছিলেন অকুস্থল থেকে।
অনুমান করা হচ্ছে, খোলামেলা স্বভাবের জন্য কোনও রক্ষণশীল সন্ত্রাসবাদী দলের আক্রমণের শিকার হয়েছেন মল্লিকা। নায়িকা নিজে যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করছেন না। এমনকী, তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেননি। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement