Advertisement
Advertisement

বিচ্ছেদের মামলায় কোর্টে হাজির আরবাজ-মালাইকা

মালাইকা ও আরবাজের সিদ্ধান্তের প্রভাব যাতে তাঁদের সন্তানদের উপর না পরে সেজন্য তাদের কাছে তাঁরা একসঙ্গেই থাকবেন৷

Malaika and Arbaaz attend first counselling session after filing divorce
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 4:59 pm
  • Updated:August 9, 2021 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল৷ ১৭ বছরের সম্পর্কে দাঁড়ি পড়ছে৷ এবার আইনতভাবে শেষমেশ বিচ্ছেদের সিঁড়িতে উঠেই পড়লেন বলিউডের অন্যতম চর্চিত জুড়ি আরবাজ-মালাইকা৷ বিবাহ বিচ্ছেদের মামলা ফাইল করার পর মঙ্গলবার মুম্বইয়ের ব্রান্দ্রার ফ্যামিলি কোর্টে তাঁরা প্রথম কাউন্সেলিং-এর জন্য হাজিরা দেন৷ খুব স্বাভাবিকভাবেই যেকোনও বিবাহ বিচ্ছেদের মামলায় কাউন্সেলিং বাধ্যতামূলক৷ যা চলে ৬ মাস পর্যন্ত৷ এমনকি বিবাহ বিচ্ছেদের আবেদনকারী দম্পত্তিকে ৬ মাস সময় দেওয়া হয়, সেই সময়সীমার মধ্যে তাঁরা চাইলে তাঁদের সিদ্ধান্ত বদলাতেও পারেন৷

এবছরের গোড়ার দিকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন আরবাজ খান ও মালাইকা আরোরা৷ কোনও রকম বিবাদ ছাড়াই নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে তাঁরা আদালতে বিচ্ছেদের আবেদন করেন৷ তবে শোনা যাচ্ছে, আলাদা হলেও মালাইকা ও আরবাজের সিদ্ধান্তের প্রভাব যাতে তাঁদের সন্তানদের উপর না পরে সেজন্য তাদের কাছে তাঁরা একসঙ্গেই থাকবেন৷ এমনকি দুই পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আরবাজ-মালাইকাকে একসঙ্গেই দেখা যাবে৷ যদিও বলিউডে জোর গুজব, মালাইকা ও আরবাজ দুজনেই নতুন সম্পর্কে বাঁধা পড়েছেন৷ এমনকি বলি পাড়ায় খবর তাঁরা বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন৷ এমনও শোনা যাচ্ছে অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রেম করছেন মালাইকা৷ আরবাজও নাকি গোয়ার কোনও রেঁস্তোরা মালিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন৷ কারণ যাই হোক, আরবাজ-মালাইকা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি এবার ভাঙছে সেটা তেতো হলেও সত্যি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement