সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার মহিলা কমিশনের দ্বারস্থ অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকরের বিরুদ্ধে নোটিস জারি করল কমিশন৷ আগামী দশদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে৷
#NanaPatekar and others have been asked by Maharashtra State Commission for Woman to file their replies within next 10 days. #TanushreeDutta
— ANI (@ANI) October 9, 2018
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন তনুশ্রী৷ ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনার কথা তুলে ধরেন তিনি৷ অভিনেত্রীর অভিযোগ, ওই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেও বাদ যেতে হয় তনুশ্রীকে৷ এমনকী নানা পাটেকরের মদতেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাঁর উপর হামলা করে বলেও অভিযোগ৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা বলে দাবি করেন নানা পাটেকর৷ তনুশ্রীকে আইনি নোটিসও পাঠান তিনি৷ পালটা আইনের দ্বারস্থ হন অভিনেত্রী৷ নানা পাটেকর, গণেশ আচারিয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন তিনি৷ কিন্তু সেখানেও বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে৷ পুলিশ তাঁকে বোকা বানিয়েছে বলেও অভিযোগ করেন তনুশ্রী৷ তাঁর দাবি, মারাঠি ভাষায় লেখা এফআইআরে পুলিশ আদতে নানা পাটেকরের নাম উল্লেখই করেনি৷
এবার নানা পাটেকরের বিরুদ্ধে মহারাষ্ট্র মহিলা কমিশনের দ্বারস্থ তনুশ্রী৷ অভিযোগ দায়ের করেন তিনি৷ কমিশনের সদস্যরা তনুশ্রীর বয়ান রেকর্ড করেন৷ এরপর নানা পাটেকরের বিরুদ্ধে নোটিস জারি করা হয়৷ আগামী দশদিনের মধ্যে জবাব তলব করেছে মহিলা কমিশন৷
Maharashtra State Commission for Woman has issued notices to #NanaPatekar, Rakesh Sarang,Ganesh acharya among others. It has also asked for an update of investigation on #TanushreeDutta‘s complaint. It has also asked her to come to the commission’s office to record her statement. https://t.co/od2n5rFzqo
— ANI (@ANI) October 9, 2018
নানা-তনুশ্রী নিয়ে কম কানাঘুষো চলছে না৷ তনুশ্রীর এই পদক্ষেপের পালটা কী জবাব দেন নানা, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.